মঙ্গলবার, ২৪ ডিসেম্বর, ২০২৪  |   ১৭ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   প্রাইভেটকারের ধাক্কায় বুয়েট শিক্ষার্থী নিহত: ডোপ টেস্টে ধরা পড়ল মাদকাসক্তি
  •   সাতক্ষীরায় ব্যবসায়ীর ২৩ লাখ টাকা ছিনতাই: স্বেচ্ছাসেবক দল নেতার বিরুদ্ধে অভিযোগ
  •   চাকা পাংচার হওয়ায় এনজিও কর্মকর্তার মৃত্যু
  •   বরগুনায় টিকটক নিয়ে পারিবারিক কলহ: স্ত্রীকে হত্যা, স্বামী আত্মহত্যার চেষ্টা
  •   মানব পাচারের চক্রের বিরুদ্ধে বিজিবির সফল অভিযান: কিশোরী উদ্ধার, তিন আটক

প্রকাশ : ১৭ ফেব্রুয়ারি ২০২২, ০০:০০

চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে সহকারী পরিচালক পদে ডাঃ সাজেদা পলিনের যোগদান
চাঁদপুর কণ্ঠ রিপোর্ট ॥

আড়াইশ’ শয্যাবিশিষ্ট চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে ডাঃ সাজেদা বেগম পলিন সহকারী পরিচালক হিসেবে যোগদান করেছেন। ১৬ ফেব্রুয়ারি বুধবার দুপুরে হাসপাতালে যোগদান করলে তাঁকে ফুলেল শুভেচ্ছায় বরণ করে নেন হাসপাতালের তত্ত্বাবধায়কসহ চিকিৎসক, নার্স ও বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীগণ।

এ সময় উপস্থিত ছিলেন হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাঃ একেএম মাহবুবুর রহমান, সহকারী রেজিস্ট্রার (অর্থো ও সার্জারী) ডাঃ ফরিদ আহমেদ চৌধুরী, মেডিকেল অফিসার ডাঃ মোহাম্মদ মিজানুর রহমান, মেডিসিন বিশেষজ্ঞ ডাঃ পীযূষ সাহা, ডাঃ শর্মিষ্ঠা দেসহ হাসপাতালেরর নার্স, ব্রাদার ও অন্যান্য কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।

ডাঃ সাজেদা বেগম পলিন ক’বছর যাবত চাঁদপুর সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা হিসেবে দক্ষতা এবং সুনামের সাথে দায়িত্ব পালন করে এসেছেন। এছাড়া দেশে মহামারি করোনাকালে সাধারণ মানুষকে চিকিৎসাসেবা দেয়ার ক্ষেত্রে অবদান রাখায় তাঁর কাজের স্বীকৃতি হিসেবে চাঁদপুর প্রেসক্লাব, রোটারী ক্লাব, ফটোজার্নালিস্ট অ্যাসোসিয়েশন, মানবাধিকার সমিতি, ছায়াতরু সামাজিক সংগঠনসহ বেশ ক’টি সংগঠন থেকে তাঁদের চিকিৎসক দম্পতিকে সম্মাননা দেয়া হয়।

এছাড়াও কৈশোরবান্ধব উপজেলা, কিশোর-কিশোরীদের স্বাস্থ্যসেবা ও পুষ্টিশিক্ষা বিষয়ক উদ্ভাবনী প্রকল্পটি সফলতার সাথে পরিচালনা করার জন্যে উদ্ভাবক ডাঃ সাজেদা বেগম পলিনকে সিভিল সার্জন স্বাক্ষরিত সনদপত্র এবং সম্মাননা স্মারক প্রদান করা হয়।

এরই মাঝে স্বাস্থ্য বিভাগ তাঁকে সহকারী পরিচালক পদে পদোন্নতি দেয়। বুধবার সকালে তিনি আড়াইশ’ শয্যাবিশিষ্ট চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে সহকারী পরিচালক হিসেবে যোগদান করেন। তিনি যেনো অতীতের মতো আগামীতেও চিকিৎসাসেবায় দক্ষতা, সুনাম এবং সফলতার সাথে তার দায়িত্ব পালন করতে পারেন সেজন্যে সকলের দোয়া ও সহযোগিতা কামনা করছেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়