প্রকাশ : ১৩ জুলাই ২০২১, ০০:০০
করোনাভাইরাসের প্রকোপ নিয়ন্ত্রণে দেশে চলছে ১৪ দিনের কঠোর বিধি-নিষেধ। কিন্তু মানুষের মাঝে বিধি-নিষেধ না মানার প্রবণতা বেশি লক্ষ্য করা গেছে। অন্যান্য দিনের মতো গতকালও লকডাউন বাস্তবায়নে শহরের বিভিন্ন অভিযান পরিচালনা করে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত।
লকডাউনের ১২তম দিন সোমবার সরজমিনে দেখা যায়, চাঁদপুরের সড়কগুলোতে বেড়েছে নিজস্ব গাড়ি, রিকশা, মোটরসাইকেল ও মানুষের চলাচল। সরকার ঘোষিত লকডাউনকে তোয়াক্কা না করে অবাধে চলাফেরা করছে মানুষ। মানা হচ্ছে না কোনো স্বাস্থ্যবিধি ও শারীরিক দূরত্ব।
সোমবার চাঁদপুরে জেলা ও উপজেলা প্রশাসনের ১১টি মোবাইল কোর্টের অভিযান পরিচালিত হয়েছে। এ সময় বিধি-নিষেধ ভঙ্গ করায় ৭৮ মামলায় জরিমানার অর্থ আদায় করা হয়েছে ৭২ হাজার ৫শ’ টাকা।
অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট অসীম চন্দ্র বণিক এ তথ্য নিশ্চিত করেন।
সরকারি প্রজ্ঞাপনে জরুরি পরিষেবা ছাড়া সব দোকানপাট বন্ধ রাখার কথা বলা হলেও গলির মধ্যে অনেকেই দোকান খুলেছে। অবাধে চলছে অলিগলির চায়ের দোকানে আড্ডা। বেশির ভাগ মানুষের মুখে থাকছে না মাস্ক। সড়কের কোথাও কোথাও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পিকআপে অলস বসে থাকতে দেখা গেছে সদস্যদের। সড়কের কোথাও কোথাও চেকপোস্ট থাকলেও ঢিলেঢালা ভাব লক্ষ্য করা গেছে।
এদিকে, করোনার সংক্রমণ নিয়ন্ত্রণে চলমান বিধিনিষেধ ১৫ জুলাই বৃহস্পতিবার থেকে ২২ জুলাই পর্যন্ত শিথিল করা হবে। তবে ২৩ জুলাই থেকে আবারও কঠোর বিধিনিষেধ জারি হবে।
এ বিষয়ে আগামীকাল মঙ্গলবার থেকে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে প্রজ্ঞাপন জারি করা হবে। সরকারি তথ্য বিবরণীতে এ কথা জানানো হয়েছে।