বুধবার, ২৫ ডিসেম্বর, ২০২৪  |   ১৭ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   প্রাইভেটকারের ধাক্কায় বুয়েট শিক্ষার্থী নিহত: ডোপ টেস্টে ধরা পড়ল মাদকাসক্তি
  •   সাতক্ষীরায় ব্যবসায়ীর ২৩ লাখ টাকা ছিনতাই: স্বেচ্ছাসেবক দল নেতার বিরুদ্ধে অভিযোগ
  •   চাকা পাংচার হওয়ায় এনজিও কর্মকর্তার মৃত্যু
  •   বরগুনায় টিকটক নিয়ে পারিবারিক কলহ: স্ত্রীকে হত্যা, স্বামী আত্মহত্যার চেষ্টা
  •   মানব পাচারের চক্রের বিরুদ্ধে বিজিবির সফল অভিযান: কিশোরী উদ্ধার, তিন আটক

প্রকাশ : ১৩ জুলাই ২০২১, ০০:০০

মালয়েশিয়ায় করোনায় আক্রান্ত হয়ে মারা গেলেন চাঁদপুর সমিতির সভাপতি
শাহাদাত হোসেন, মালয়েশিয়া প্রতিনিধি ॥

মহামারি করোনায় আক্রান্ত হয়ে প্রবাসী বাংলাদেশী মৃত্যুর ঘটনা বেড়েই চলেছে। ১২ জুলাই সোমবার স্থানীয় সময় বেলা আড়াইটায় করোনায় আক্রান্ত হয়ে মারা যান। মালয়েশিয়াস্থ চাঁদপুর সমিতির সভাপতি, বিশিষ্ট ব্যবসায়ী সেলিম নূরুল ইসলাম (৪৯)। এর আগে তার অবস্থার অবনতি হওয়ায় তাকে লাইফসাপোর্টে রাখা হয়। রাজধানী কুয়ালালামপুরের প্রিন্সকোর্ট হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি।

ব্যক্তিজীবনে সদা হাস্যোজ্জ্বল, মৃদুভাষী ও সদালাপী সেলিম নূরুল ইসলাম জীবদ্দশায় সবসময় অসহায় মানুষের জন্যে ছিলেন নিবেদিতপ্রাণ। তাঁর মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে মালয়েশিয়াস্থ বাংলাদেশ কমিউনিটির মাঝে। নিহতের আত্মার মাগফেরাত কামনায় সকলের দোয়া চেয়েছেন পরিবারের সদস্যরা।

মতলব উপজেলার উত্তর মুক্তিরকান্দি গ্রামের মোঃ নূরুল ইসলাম মিয়া মালয়েশিয়ায় বসবাসকারী বাংলাদেশ কমিউনিটির অত্যন্ত পরিচিত মুখ। তিনি চাঁদপুর সমিতি মালয়েশিয়ার প্রতিষ্ঠাতা সভাপতিও। ১৯৯৮ সালে মালয়েশিয়া আসেন সেলিম, চাকুরি নেন দেশটির স্বনামধন্য একটি কোম্পানিতে। পরে ২০০৩ সালে স্বল্প পুঁজি দিয়ে শুরু করেন নিজস্ব ব্যবসা। সততা আর কর্মনিষ্ঠার মাধ্যমে কুয়ালালামপুরের প্রাণকেন্দ্র মসজিদ ইন্ডিয়ায় এস.এল. মিতালী এন্টারপ্রাইজ প্রতিষ্ঠা করেন। এরপর আর পেছনে তাকাতে হয়নি তাঁকে। অল্পদিনেই সকলের কাছে সফল ব্যবসায়ী হিসেবে পরিচিতি পান তিনি। ২০০৩ সালে সেলিম নূরুল ইসলাম ভালোবেসে বিয়ে করেন মালয়েশিয়ার মেয়ে লিজমা বিনতে মাইদিনকে। এ দম্পতির ঘরে রয়েছে ১ মেয়ে ও ২ ছেলে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়