প্রকাশ : ১৩ জুলাই ২০২১, ০০:০০
মতলব দক্ষিণ উপজেলার নারায়ণপুর ডিগ্রি কলেজের গভর্নিং বডির সভাপতি, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের একান্ত সচিব মোঃ সাইফুল ইসলাম (উপ-সচিব) সস্ত্রীক অসুস্থ হয়ে চিকিৎসাধীন আছেন। তাঁদের আশু রোগমুক্তি কামনায় নারায়ণপুর ডিগ্রি কলেজের উদ্যোগে দোয়ার আয়োজন করা হয়েছে।
গত ১২ জুলাই সকাল ১০টায় কলেজ মিলনায়তনে দোয়ার অনুষ্ঠান পরিচালনা করেন কলেজের ইসলামি শিক্ষা বিভাগের প্রভাষক মোঃ আব্দুল হক। তিনি দোয়া-মোনাজাতের মাধ্যমে কলেজ গভর্নিং বডির সভাপতিসহ সকল অসুস্থ মানুষের জন্যে দোয়া করেন। বিশ^কে করোনা মহামারি থেকে মুক্ত করার জন্য মহান আল্লাহর নিকট প্রার্থনা করেন। তিনি দেশ ও জাতির সমৃদ্ধির জন্যে দোয়া করেন।
এ সময় উপস্থিত ছিলেন কলেজের অধ্যক্ষ মোহাম্মদ রুহুল আমিন, গভর্নিং বডির বিদ্যোৎসাহী সদস্য মোঃ শাহিদ খালেদ শামসু প্রধান, সহকারী অধ্যাপক রণজিৎ বসু, একেএম সাইফুল করিম, প্রভাষক হাবীব উল্লাহ ভূঁইয়া, মোহাম্মদ ওয়াহিদুজ্জামান ভূঁইয়া, মোঃ কাউছার মিয়া, কানিজ ফাতিমা, অফিস সহকারী মোহাম্মদ আলমগীর হোসেনসহ কর্মচারীবৃন্দ।