প্রকাশ : ১৩ জুলাই ২০২১, ০০:০০
মতলব পৌরসভার কাউন্সিলর আবুল বাশার পারভেজ মিয়াজীর পিতা ও মতলব বাজারের বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ জহির মিয়াজীর (৬০) ব্রেন টিউমার রোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি...রাজিউন)। গত ১২ জুলাই দুপুর ১টা ৩০ মিনিটে ঢাকার নিউ ল্যাবএইড হাসপাতাল থেকে চিকিৎসা শেষে ফেরার পথে মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে ৪ ছেলেসহ অনেক আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। মরহুমের নিজ বাড়ি মতলব পৌরসভার বাইশপুরে। বাদ মাগরিব মরহুমের জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
জানাজাপূর্বে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিএইচএম কবির আহম্মেদ, মতলব পৌরসভার মেয়র আলহাজ আওলাদ হোসেন লিটন, সাবেক চেয়ারম্যান নূরুল ইসলাম নূরু, মতলব বাজর বণিক ও জনকল্যাণ সমিতির সভাপতি আলহাজ কাজী নাসির উদ্দিন, মতলব বাজার শাহী জামে মসজিদের ইমাম আলহাজ মোঃ কবির হোসেন, মরহুমের বড় ছেলে আবুল বাশার পারভেজ মিয়াজী, আওয়ামী লীগ নেতা জসিম উদ্দিন ঢালী, মরহুমের ভাতিজা ইঞ্জিনিয়ার মোঃ শরীফ মিয়াজী প্রমুখ। নামাজে জানাজার ইমামতি করেন মরহুমের ভাগিনা মোঃ আল-আমিন।
এদিকে কাউন্সিলর আবুল বাশার পারভেজ মিয়াজীর পিতা আলহাজ জহির মিয়াজীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন চাঁদপুর-২ আসনের সংসদ সদস্য আলহাজ অ্যাডঃ নূরুল আমিন রুহুল, বাংলাদেশ আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক আলহাজ মাইনুল হোসেন খান নিখিল, মতলব দক্ষিণ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিএইচএম কবির আহমেদ, মতলব পৌরসভার মেয়র ও পৌর আওয়ামী লীগের সভাপতি আলহাজ আওলাদ হোসেন লিটন, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মোফাজ্জল হোসেন, উপজেলা আওয়ামী লীগ নেতা মোঃ জহির সরকার, উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক চন্দন সাহা, বাদল নন্দী, উত্তম ঘোষ, গোলাম মোস্তফা, পৌর আওয়ামী যুবলীগের সভাপতি মোঃ সোহাগ সরকার, সাধারণ সম্পাদক রোকনুজ্জামান রোকনসহ অন্য নেতৃবৃন্দ।
অপরদিকে শোক প্রকাশ করেছেন আওয়ামী লীগ নেতা কালাম মিজি, লোকমান হোসেন বাবুল, আনোয়ার সরকারসহ ফ্রেন্ডস্ ’৯৯ সামাজিক সংগঠনের সদস্যবৃন্দ। তারা এক বিবৃতিতে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন।