প্রকাশ : ১৩ জুলাই ২০২১, ০০:০০
চাঁদপুর সদর মডেল থানার বিভিন্ন মামলায় সাজাপ্রাপ্ত এবং ওয়ারেন্টভুক্ত পলাতক একাধিক আসামীকে গ্রেপ্তার করা হয়েছে।
পুরানবাজার পুলিশ ফাঁড়ির এসআই (নিঃ) লিলুছুর রহমান (৩ মাসের সাজা) ওয়ারেন্ট মূলে এমসি নং-৮০/০৮-এর আসামী মোঃ নুরুল ইসলাম, সাং-পূর্ব শ্রীরামদী, থানা ও জেলা-চাঁদপুরকে ১০ জুলাই দিবাগত রাত ২টা ১০ মিনিটের সময় আসামীর বসত ঘর হতে গ্রেফতার করে আদালতে সোপর্দ করা হয়।
একইদিন চাঁদপুর সদর মডেল থানার এএসআই (নিঃ) তছলিম উদ্দিন ওয়ারেন্ট মূলে সিআর-৬৪/১৩-এর আসামী সোহেল মিয়া, সাং- রালদিয়া, থানা ও জেলা- চাঁদপুরকে গ্রেফতার করা হয়।
চাঁদপুর সদর মডেল থানার এসআই (নিঃ) লিলুছুর রহমান ওয়ারেন্ট মূলে সিআর-৩১৯/১১-এর আসামী জয়নাল আবেদীন, সাং- মধ্য শ্রীরামদী, পোঃ পুরাণবাজার, থানা ও জেলা- চাঁদপুরকে গ্রেফতার পূর্বক বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়।
চাঁদপুর সদর মডেল থানার এএসআই (নিঃ) মেজবাহ উদ্দিন ওয়ারেন্ট মূলে সিআর-৬২/১৯-এর আসামী মোঃ শরীফ হোসেন, সাং-নানুপুর, পোঃ-বাঘড়াবাজার, থানা ও জেলা-চাঁদপুরকে গ্রেফতার পূর্বক বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়।
চাঁদপুর সদর মডেল থানার এএসআই (নিঃ) আবুল কালাম ওয়ারেন্ট মূলে নারী ও শিশু মামলা -১৮৩/১১-এর আসামী মোঃ রাসেল খলিফা, সাং- খেরুদিয়া, থানা ও জেলা- চাঁদপুরকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করা হয়।