বুধবার, ২৫ ডিসেম্বর, ২০২৪  |   ১৭ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   প্রাইভেটকারের ধাক্কায় বুয়েট শিক্ষার্থী নিহত: ডোপ টেস্টে ধরা পড়ল মাদকাসক্তি
  •   সাতক্ষীরায় ব্যবসায়ীর ২৩ লাখ টাকা ছিনতাই: স্বেচ্ছাসেবক দল নেতার বিরুদ্ধে অভিযোগ
  •   চাকা পাংচার হওয়ায় এনজিও কর্মকর্তার মৃত্যু
  •   বরগুনায় টিকটক নিয়ে পারিবারিক কলহ: স্ত্রীকে হত্যা, স্বামী আত্মহত্যার চেষ্টা
  •   মানব পাচারের চক্রের বিরুদ্ধে বিজিবির সফল অভিযান: কিশোরী উদ্ধার, তিন আটক

প্রকাশ : ১৩ জুলাই ২০২১, ০০:০০

বৃহস্পতিবার থেকে খুলছে দোকানপাট ও শপিংমল
অনলাইন ডেস্ক

কোরবানির ঈদ উপলক্ষে চলমান বিধি-নিষেধ শিথিল করে খুলে দেয়া হচ্ছে সব ধরনের দোকানপাট ও শপিংমল। ঈদ উপলক্ষে কেনাকাটার কথা বিবেচনায় নিয়ে এই ধরনের সিদ্ধান্ত নেয়া হচ্ছে বলে জানিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ। তবে এ সময় সবাইকে মানতে হবে স্বাস্থ্যবিধি।

১২ জুলাই সোমবার বিকেলে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ তথ্য জানানো হয়েছে। প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে এ বিষয়ক নথি অনুমোদন হয়ে মন্ত্রিপরিষদ বিভাগে এসেছে। যে কোনো সময় প্রজ্ঞাপন জারি করা হবে বলেও জানানো হয়েছে।

একই সঙ্গে আগামী ১৫ জুলাই বৃহস্পতিবার থেকে ২৩ জুলাই পর্যন্ত বিধি-নিষেধ শিথিল করে গণপরিবহন চলাচলের কথাও বলা হয়েছে। তবে এ সময় বন্ধ থাকবে সব ধরনের বেসরকারি প্রতিষ্ঠান। তবে ভার্চুয়ালি চলবে সরকারি অফিস।

ঈদের পর আবারও ১৪ দিনের জন্য কঠোর বিধিনিষেধ আরোপ করা হতে পারে। এ আট দিনে স্বাস্থ্যবিধি মেনে এক আসন ফাঁকা রেখে চলবে সকল গণপরিবহন। চলমান লকডাউন আগামী ১৪ জুলাই রাত ১২টা পর্যন্ত কার্যকর থাকবে। ঈদে ঘরমুখো মানুষের চাপ সামাল দিয়ে যাত্রা নির্বিঘ্ন করতেই এমন সিদ্ধান্ত নেয়া হয়েছে।

আগামী ২১ জুলাই বাংলাদেশে উদ্যাপিত হবে পবিত্র ঈদুল আজহা। গত ১১ জুলাই রোববার দেশের আকাশে জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। তাই ঈদকে সামনে রেখে নেয়া হয়েছে এমন সিদ্ধান্ত।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়