মঙ্গলবার, ২৪ ডিসেম্বর, ২০২৪  |   ১৯ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   প্রাইভেটকারের ধাক্কায় বুয়েট শিক্ষার্থী নিহত: ডোপ টেস্টে ধরা পড়ল মাদকাসক্তি
  •   সাতক্ষীরায় ব্যবসায়ীর ২৩ লাখ টাকা ছিনতাই: স্বেচ্ছাসেবক দল নেতার বিরুদ্ধে অভিযোগ
  •   চাকা পাংচার হওয়ায় এনজিও কর্মকর্তার মৃত্যু
  •   বরগুনায় টিকটক নিয়ে পারিবারিক কলহ: স্ত্রীকে হত্যা, স্বামী আত্মহত্যার চেষ্টা
  •   মানব পাচারের চক্রের বিরুদ্ধে বিজিবির সফল অভিযান: কিশোরী উদ্ধার, তিন আটক

প্রকাশ : ১২ জুলাই ২০২১, ০০:০০

মোবাইল কোর্টের অভিযানে ৯৪ জনকে ৯২ হাজার ৫শ’ টাকা অর্থদণ্ড
এম রহমান ॥

করোনার সংক্রমণ রোধে চলমান কঠোর বিধিনিষেধের ১১তম দিনে গতকাল রোববার চাঁদপুরে জেলা প্রশাসনের দশটি মোবাইল কোর্ট পরিচালিত হয়েছে। এ সময় বিনা প্রয়োজনে ও মাস্ক ছাড়া ঘরের বাইরে বের হওয়ায় ৯৪ জনকে ৯২ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়েছে। রোববার সন্ধ্যায় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট অসীম চন্দ্র বণিক তাঁর হোয়াটসঅ্যাপ বার্তায় এ তথ্য জানান।

সরজমিনে দেখা যায়, এদিন সকাল নয়টা থেকে জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রিক্তা খাতুন বিজিবি সদস্যদের নিয়ে পালবাজার ব্রিজের গোড়া থেকে পুরাণবাজার লোহারপুল, পলাশের মোড় ও বাজার এলাকায় লকডাউন পালনে মোবাইল কোর্ট পরিচালনা করেছেন। এ সময় বহু মানুষকে সচেতন ও সতর্ক করা হয়েছে।

এদিকে জেলা পুলিশ সুপারের পক্ষ থেকে বলা হয়েছে ১১ জুলাই চাঁদপুর জেলার প্রবেশদ্বারসহ সকল গুরুত্বপূর্ণ স্থানে জনসমাগম ও আইন বহির্ভূত যান চলাচল নিয়ন্ত্রণে জেলার সকল থানা ও ট্রাফিক বিভাগ পুলিশ সদস্যগণ সকাল থেকেই লকডাউন বাস্তবায়নে সক্রিয় ভূমিকা পালন করছে।

দেশে করোনা মহামারীর প্রকোপ আকার ধারণ করায় সারাদেশের ন্যায় গত ১ জুলাই থেকে চলছে কঠোর বিধিনিষেধ। শুরু থেকে জনসাধারণকে বিধিনিষেধ মানাতে মাঠে তৎপর রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। তবে ১৪ দিনের এই বিধিনিষেধে দিন যত যাচ্ছে রাস্তায় গাড়ি ও জনসাধারণের উপস্থিতি তত বাড়ছে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়