মঙ্গলবার, ২৪ ডিসেম্বর, ২০২৪  |   ১৮ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   প্রাইভেটকারের ধাক্কায় বুয়েট শিক্ষার্থী নিহত: ডোপ টেস্টে ধরা পড়ল মাদকাসক্তি
  •   সাতক্ষীরায় ব্যবসায়ীর ২৩ লাখ টাকা ছিনতাই: স্বেচ্ছাসেবক দল নেতার বিরুদ্ধে অভিযোগ
  •   চাকা পাংচার হওয়ায় এনজিও কর্মকর্তার মৃত্যু
  •   বরগুনায় টিকটক নিয়ে পারিবারিক কলহ: স্ত্রীকে হত্যা, স্বামী আত্মহত্যার চেষ্টা
  •   মানব পাচারের চক্রের বিরুদ্ধে বিজিবির সফল অভিযান: কিশোরী উদ্ধার, তিন আটক

প্রকাশ : ১২ জুলাই ২০২১, ০০:০০

আজ রথযাত্রা, রাস্তায় নামছে না রথ
স্টাফ রিপোর্টার ॥

আজ ১২ জুলাই সোমবার অনুষ্ঠিত হবে সনাতন ধর্মাবলম্বীদের বৃহৎ ধর্মীয় অনুষ্ঠান শ্রীশ্রী জগন্নাথ দেবের রথযাত্রা অনুষ্ঠান। তাদের ধর্মীয় বিশ্বাস মতে, এদিন ভগবান শ্রী শ্রী জগন্নাথ দেব কর্মব্যস্ত ভক্তদেরকে দর্শন দেয়ার জন্য নিজেই ভ্রাতা বলরাম ও ভগ্নি শুভদ্রাকে সাথে নিয়ে সুসজ্জিত রথে চড়ে রাস্তায় বের হন। আর ভক্ত হৃদয়, পাপী তাপীসহ সকল মানুষ তাকে দর্শন করে পাপ মুক্ত হন। তারা জয় জগন্নাথদেবের নামে ধ্বনি দিয়ে রথে থাকা শ্রী শ্রী জগন্নাথ দেব, বলদেব ও শুভদ্রাকে ভক্তি সহকারে পূজা অর্চনাসহ তাদের পাপ মোচন ও সুখ-শান্তি কামনা করেন। আর পরম দয়ালু শ্রী জগন্নাথদেব তাদের পাপ মোচনসহ তাদের সুখ-শান্তি লাভে আশীর্বাদ প্রদান করেন। তবে এ বছর বৈশ্বিক মহামারী করোনা সংক্রান্ত জটিল পরিস্থিতির কারণে কঠোর লকডাউন চলমান থাকায় সুসজ্জিত রথ রাস্তায় নামবে না বলে জানা যায়।

করোনাকালীন সময় স্বাস্থ্যবিধি ব্যাহত হওয়ার আশঙ্কায় ধর্মীয় রীতিনীতি বজায় রেখে সীমিত আকারে ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে শ্রীশ্রী জগন্নাথ দেবের রথযাত্রা পালনের জন্যে বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদ নির্দেশনা প্রদান করেছে বলে জানান চাঁদপুর জেলা সভাপতি সুভাষ চন্দ্র রায় ও সাধারণ সম্পাদক তমাল কুমার ঘোষ। নেতৃবৃন্দ বলেন, দেশের করোনা পরিস্থিতির কারণে এ বছর রাস্তায় বের হবে না শ্রীশ্রী জগন্নাথদেবের রথযাত্রা। তবে স্ব-স্ব মন্দির বা ধর্মীয় প্রতিষ্ঠানে খুব সীমিত আকারে এই উৎসব অনুষ্ঠিত হবে। স্বাস্থ্যবিধি যাতে ব্যাহত না হয় সেদিকে সকলকে নজর রাখার জন্যে বিশেষভাবে অনুরোধ জানান। তাঁরা বলেন, সকল স্থানের ন্যায় চাঁদপুর জেলায়ও ব্যাপক আয়োজনে শ্রীশ্রী জগন্নাথদেবের রথযাত্রা অনুষ্ঠিত হয়। বিশেষ করে কচুয়া উপজেলার সাচারের রথযাত্রা বাংলাদেশের মধ্যে ব্যাপক পরিচিত। সাচারে অনুষ্ঠিত রথযাত্রা অনুষ্ঠানে শুধু চাঁদপুর জেলার মানুষই অংশগ্রহণ করেন না, এ স্থানের রথ দর্শনের জন্যে দেশের বিভিন্ন স্থান থেকে প্রচুর ভক্তের উপস্থিতি পরিলক্ষিত হয়। এছাড়া জেলা শহর ব্যতীত হাজীগঞ্জ, মতলব, শাহারাস্তি, ফরিদগঞ্জ ও হাইমচরে ব্যাপক আয়োজনে রথযাত্রা অনুষ্ঠিত হয়। আমরা এ সকল স্থানের আয়োজকদেরকে পূজা উদ্যাপন পরিষদ কেন্দ্রীয় কমিটির সিদ্ধান্ত জানিয়ে দিয়েছি এবং জেলা পূজা উদ্যাপন পরিষদের পক্ষ থেকে অনুরোধ করেছি, যাতে রথযাত্রার আয়োজন মন্দির অঙ্গনেই সীমাবদ্ধ রাখা হয়।

চাঁদপুর শহরের প্রাণকেন্দ্রে অনুষ্ঠিত শ্রীশ্রী গোপালজিউড় আখড়া কমিটির রথযাত্রা উদ্যাপনে তেমন আয়োজন চোখে না পড়লেও মহাসাড়ম্বরে ব্যাপক আয়োজনে রথযাত্রা উদ্যাপনে প্রায় অর্ধমাস আগ থেকেই মাঠে নেমেছে শ্রীশ্রী রাধা গোবিন্দ মন্দির (ইসকন), পুরাণবাজার ঘোষপাড়া ও শ্রী শ্রী জগন্নাথদেব মন্দির, পুরাণবাজার হরিসভা রোড। এই দুই মন্দিরের আয়োজকরা রথযাত্রাকে কেন্দ্র করে ব্যাপক প্রচার প্রচারণাসহ আয়োজন করেছেন আরতি কীর্তন, ভজন কীর্তন, ভাগবত পাঠ, মহাপ্রসাদ বিতরণ, বিশ্বশান্তি ও মঙ্গল কামনায় অগ্নিহোত্র যজ্ঞসহ ব্যাপক ধর্মীয় অনুষ্ঠান।

এই দুই মন্দির ছাড়া শহরের শ্রী শ্রী গোপাল জিউড় আখড়া, গুয়াখোলা কু-েরবাড়ি শ্রী শ্রী দুর্গামন্দির, হরিসভা শ্রী শ্রী মদনমোহন মন্দির, পুরাণবাজার শ্রী শ্রী লোকনাথ মন্দির ও আশ্রমসহ সনাতন ধর্মাবল্মীদের বিভিন্ন বাসাবাড়িতেও শ্রী শ্রী জগন্নাথদেবের রথযাত্রা উপলক্ষে বিশেষ ভোগরাগের আয়োজন করা হবে বলে জানা যায়। পুরানবাজারের নবনির্মিত শ্রী শ্রী রাধা মুরারী মোহন জিউড় মন্দিরের সভাপতি রোটারিয়ান রিপন সাহা ও সাধারণ সম্পাদক সহদেব বর্মন জানান, আমরা করোনার কারণে এখনো আনুষ্ঠানিকভাবে মন্দির উদ্বোধন করতে না পারলেও ধর্মীয় ভাবগাম্ভীর্য বজায় রেখে প্রতিদিন এখানে শ্রী শ্রী গৌরনিত্যানন্দ মহাপ্রভুর নিত্য সেবা পূজা অনুষ্ঠিত হচ্ছে। প্রতিদিনই মন্দিরে ভক্তবৃন্দ আসছেন। আমরা গত কিছুদিন আগে স্বাস্থ্যবিধি মেনে চিড়া দধি মহোৎসবসহ স্নান যাত্রার আয়োজন করেছি। শ্রী শ্রী জগন্নাথদেবের রথযাত্রা উপলক্ষ্যে আজ মন্দির প্রাঙ্গণে ভগবান শ্রী শ্রী জগন্নাথদেবের সন্তুষ্টি কামনায় ভোগরাগসহ মহাপ্রসাদ বিতরণের ব্যবস্থাগ্রহণ করা হয়েছে। স্বাস্থ্যবিধি যাতে ব্যাহত না হয় সেদিকে লক্ষ্য রেখে মন্দিরের ভক্তবৃন্দ বাড়ি বাড়ি গিয়ে সাধ্যমত প্রসাদ পৌছে দিতে চেষ্টা করবে। তারা মন্দির নির্মাণে জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশসহ সকল দাতার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়