মঙ্গলবার, ২৪ ডিসেম্বর, ২০২৪  |   ১৮ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   প্রাইভেটকারের ধাক্কায় বুয়েট শিক্ষার্থী নিহত: ডোপ টেস্টে ধরা পড়ল মাদকাসক্তি
  •   সাতক্ষীরায় ব্যবসায়ীর ২৩ লাখ টাকা ছিনতাই: স্বেচ্ছাসেবক দল নেতার বিরুদ্ধে অভিযোগ
  •   চাকা পাংচার হওয়ায় এনজিও কর্মকর্তার মৃত্যু
  •   বরগুনায় টিকটক নিয়ে পারিবারিক কলহ: স্ত্রীকে হত্যা, স্বামী আত্মহত্যার চেষ্টা
  •   মানব পাচারের চক্রের বিরুদ্ধে বিজিবির সফল অভিযান: কিশোরী উদ্ধার, তিন আটক

প্রকাশ : ১০ জুলাই ২০২১, ০০:০০

কচুয়ায় তিন মাদক ব্যবসায়ী গ্রেফতার
মোহাম্মদ মহিউদ্দিন ॥

কচুয়ায় ৫ কেজি ৭শ’ ৫০ গ্রাম গাঁজা ও মাদক ব্যবসার কাজে ব্যবহৃত সিএনজি অটোরিকশাসহ ৩ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। ৮ জুলাই বৃহস্পতিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে কচুয়া থানার অফিসার ইনচার্জ মোঃ মহিউদ্দিনের নেতৃত্বে এসআই মামুন সরকার ও এসআই জাহাঙ্গীরসহ সঙ্গীয় ফোর্স উপজেলার বাতাপুকুরিয়া ও তেতৈয়া এলাকা থেকে গাঁজাসহ তাদেরকে গ্রেফতার করেন। গ্রেফতারকৃতরা হলো রাগদৈল গ্রামের ওমর গাজী বাড়ির মৃত আব্দুল খালেকের পুত্র গাজী মহসিন (৩৮), একই গ্রামের গাজী বাড়ির মৃত তাজুল ইসলামের পুত্র মিজানুর রহমান (৪০) ও তেতৈয়া গ্রামের মোল্লা বাড়ির মৃত মালেক মোল্লার পুত্র জহিরুল ইসলাম (৪২)।

কচুয়া থানার ওসি মোঃ মহিউদ্দিন জানান, বৃহস্পতিবার রাতে উপজেলার বাতাপুকুরিয়া এলাকায় অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী গাজী মহসিন ও গাজী মিজানুর রহমানকে গাঁজা ও মাদক কারবারে ব্যবহৃত সিএনজিসহ গ্রেফতার করা হয়। একই দিন রাতে তেতৈয়া মধ্যপাড়া মোল্লা বাড়িতে অভিযান চালিয়ে জহিরুল ইসলামকে ৭শ’ ৫০ গ্রাম গাঁজাসহ গ্রেফতার করা হয়। পরদিন শুক্রবার তাদেরকে কোর্টে সোপর্দ করার মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়