প্রকাশ : ১০ জুলাই ২০২১, ০০:০০
কচুয়ায় ৫ কেজি ৭শ’ ৫০ গ্রাম গাঁজা ও মাদক ব্যবসার কাজে ব্যবহৃত সিএনজি অটোরিকশাসহ ৩ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। ৮ জুলাই বৃহস্পতিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে কচুয়া থানার অফিসার ইনচার্জ মোঃ মহিউদ্দিনের নেতৃত্বে এসআই মামুন সরকার ও এসআই জাহাঙ্গীরসহ সঙ্গীয় ফোর্স উপজেলার বাতাপুকুরিয়া ও তেতৈয়া এলাকা থেকে গাঁজাসহ তাদেরকে গ্রেফতার করেন। গ্রেফতারকৃতরা হলো রাগদৈল গ্রামের ওমর গাজী বাড়ির মৃত আব্দুল খালেকের পুত্র গাজী মহসিন (৩৮), একই গ্রামের গাজী বাড়ির মৃত তাজুল ইসলামের পুত্র মিজানুর রহমান (৪০) ও তেতৈয়া গ্রামের মোল্লা বাড়ির মৃত মালেক মোল্লার পুত্র জহিরুল ইসলাম (৪২)।
কচুয়া থানার ওসি মোঃ মহিউদ্দিন জানান, বৃহস্পতিবার রাতে উপজেলার বাতাপুকুরিয়া এলাকায় অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী গাজী মহসিন ও গাজী মিজানুর রহমানকে গাঁজা ও মাদক কারবারে ব্যবহৃত সিএনজিসহ গ্রেফতার করা হয়। একই দিন রাতে তেতৈয়া মধ্যপাড়া মোল্লা বাড়িতে অভিযান চালিয়ে জহিরুল ইসলামকে ৭শ’ ৫০ গ্রাম গাঁজাসহ গ্রেফতার করা হয়। পরদিন শুক্রবার তাদেরকে কোর্টে সোপর্দ করার মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়।