প্রকাশ : ১০ জুলাই ২০২১, ০০:০০
চাঁদপুর শহরের পরিচিত মুখ, শহরের শহীদ মুক্তিযোদ্ধা সড়কের বাসিন্দা মাসুদুর রহমান শিপু তালুকদার গুরুতর অসুস্থ অবস্থায় ঢাকায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। গত ৮ জুলাই বৃহস্পতিবার দুপুরে গুরুতর অসুস্থ হয়ে পড়লে জরুরি ভিত্তিতে তাকে ঢাকায় নিয়ে যাওয়া হয়। ঢাকা ফেমাস স্পেশালাইজ্ড হাসপাতালের ইনটেনসিভ কেয়ার ইউনিটে (আইসিইউ) তিনি চিকিৎসাধীন রয়েছেন।
শুক্রবার দুপুরে জনাব শিপু তালুকদার ও তার পরিবারের সদস্যদের সাথে আলাপকালে তারা আশু আরোগ্য কামনায় চাঁদপুরবাসীর দোয়া কামনা করেছেন।