প্রকাশ : ১০ জুলাই ২০২১, ০০:০০
চাঁদপুর শহরে হিন্দু সম্প্রদায়ের মহাশ্মশানে নতুন বাজার পুলিশ ফাঁড়ির সদস্যদের অভিযানে আটক ৭ জনের মধ্যে ৬ জনকে অভিভাবকের জিম্মায় এবং ১ জনকে আদালতে সোপর্দ করেছে মডেল থানা পুলিশ।
৮ জুলাই বৃহস্পতিবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ এ অভিযান চালায়। নতুন বাজার ফাঁড়ির এসআই ইসমাইলের নেতৃত্বে সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে মহাশ্মশানের বহুতল ভবনের ২য় তলা থেকে মাদক সেবন করার দায়ে ৭ জনকে আটক করা হয়। আটককৃত সবাই বয়সে তরুণ এবং ছাত্র। চাঁদপুর সদর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুর রশিদের নির্দেশে এ অভিযান চালানো হয়।
পুলিশ পরে আটককৃতদের বিষয়ে খোঁজ-খবর নিয়ে ৭ জনের মধ্যে ৬ জনকে তাদের অভিভাবকদের জিম্মায় ছেড়ে দেয়। অন্য আটক মেহেদী হাসানের (২৪) বিরুদ্ধে মামলা থাকায় তাকে সংশ্লিষ্ট মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে সোপর্দ করা হয়।
এ বিষয়ে চাঁদপুর সদর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুর রশিদের সাথে কথা হলে তিনি বলেন, আটককৃতদের বিরুদ্ধে ব্যাপক যাচাই-বাছাই করে দেখা হয়েছে পূর্বে এদের বিরুদ্ধে কোনো মামলা- মোকদ্দমা রয়েছে কি না। তাই সকল কিছু দেখে ১জন ব্যতীত বাকী সকলকে অভিভাবকের জিম্মায় দেয়া হয়েছে। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, যে স্থান থেকে তাদের আটক করা হয়েছে, সেই প্রতিষ্ঠানের কোনো অভিযোগ না থাকায় মূলত এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।
উল্লেখ্য, চাঁদপুরে হিন্দু সম্প্রদায়ের মহাশ্মশানটি শহরের মাদক জগতের অপরাধীরা নিরাপদে মাদকের সেবনের একটি স্পট হিসেবে ব্যবহার করে থাকে। দীর্ঘদিন এখানে মাদক সেবন ও বিভিন্ন অপরাধ করে আসছে এমন অভিযোগ হিন্দু সম্প্রদায়ের লোকজন এবং স্থানীয়দের। অবশেষে নতুন বাজার পুলিশ ফাঁড়ির অভিযানে ৭ জনকে আটকের মধ্য দিয়ে অভিযোগের সত্যতা মিললো।