প্রকাশ : ১০ জুলাই ২০২১, ০০:০০
কচুয়া উপজেলার কড়ইয়া ইউনিয়নের পরানপুর গ্রামের বাসিন্দা অবসরপ্রাপ্ত সেনাকর্মকর্তা মুক্তিযোদ্ধা ইদ্রিছ মজুমদার (৮৫) বৃহস্পতিবার সন্ধ্যায় নিজ বাড়িতে ইন্তেকাল করেন (ইন্না---রাজিউন)। ওইদিন রাত ১০টায় রাষ্ট্রীয় মর্যাদায় মরহুমকে তাঁর নিজ গ্রামের পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৪ ছেলে ও ৩ মেয়েসহ গুণগ্রাহী রেখে যান।
তাঁর মৃত্যুতে উপজেলা মুক্তিযোদ্ধা ইউনিটের কমান্ডার আব্দুল মবিন ও ডেপুটি কমান্ডার জাবের মিয়া গভীর শোক জানিয়ে শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়েছেন।