মঙ্গলবার, ২৪ ডিসেম্বর, ২০২৪  |   ১৯ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   প্রাইভেটকারের ধাক্কায় বুয়েট শিক্ষার্থী নিহত: ডোপ টেস্টে ধরা পড়ল মাদকাসক্তি
  •   সাতক্ষীরায় ব্যবসায়ীর ২৩ লাখ টাকা ছিনতাই: স্বেচ্ছাসেবক দল নেতার বিরুদ্ধে অভিযোগ
  •   চাকা পাংচার হওয়ায় এনজিও কর্মকর্তার মৃত্যু
  •   বরগুনায় টিকটক নিয়ে পারিবারিক কলহ: স্ত্রীকে হত্যা, স্বামী আত্মহত্যার চেষ্টা
  •   মানব পাচারের চক্রের বিরুদ্ধে বিজিবির সফল অভিযান: কিশোরী উদ্ধার, তিন আটক

প্রকাশ : ১০ জুলাই ২০২১, ০০:০০

শর্তসাপেক্ষে ছেড়ে দেয়া হলো জব্দকৃত ৩৩১টি সিএনজি অটোরিকশা ও অটোবাইক
স্টাফ রিপোর্টার ॥

চাঁদপুর শহরে পুলিশের অভিযানে জব্দকৃত সিএনজি অটোরিকশা ও অটোবাইকগুলো শর্তসাপেক্ষে ছেড়ে দেয়া হয়েছে। করোনার সংক্রমণরোধে চলমান লকডাউনের শুরুতে জেলা পুলিশের চেকপোস্টে ৩৩১টি সিএনজি অটোরিকশা ও অটোবাইক জব্দ করা হয়েছিলো। সেগুলো চাঁদপুর স্টেডিয়ামে রাখা হয়। পরবর্তীতে মানবিক দিক বিবেচনা করে শর্তসাপেক্ষে এসব গাড়ি পুলিশ সুপারের নির্দেশে চালকদের বুঝিয়ে দেয় হয় বলে নিশ্চিত করেছেন জেলা ট্রাফিক ইন্সপেক্টর (প্রশাসন) মোঃ জহিরুল ইসলাম ভূঁইয়া।

তিনি বলেন, লকডাউন চলাকালীন আইন অমান্য করে যেসব গাড়ি যাত্রী পরিবহন করেছে সেসব সিএনজি অটোরিকশা ও অটোবাইক আটক করে রাখা হয়। আটককৃত গাড়িগুলোর ব্যাটারী নষ্ট হয়ে যাওয়ার আশঙ্কায় পুলিশ সুপার মিলন মাহমুদ স্যারের নির্দেশে শর্তসাপেক্ষে কোনো জরিমানা ছাড়াই গাড়িগুলো ছেড়ে দেয়া হয়েছে। জব্দকৃত গাড়িগুলোর চালকদের জেলা প্রশাসন থেকে ত্রাণও দেয়া হয়েছে।

তারা লকডাউনের মধ্যে রাস্তায় গাড়ি নামাবে না বলে অঙ্গীকার করেছে। এজন্যে প্রতিটি গাড়িতে মার্জিন কালির চিহ্ন দেয়া হয়েছে। যাতে পরবর্তীতে এসব গাড়ি রাস্তায় নামলে তাদেরকে আটক করে কঠোর আইনগত ব্যবস্থা নেয়া যায়।

এ সময় চাঁদপুর সদর ট্রাফিক ইন্সপেক্টর মোঃ আজাদসহ ট্রাফিক পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়