প্রকাশ : ২৯ জুন ২০২১, ০০:০০
ঈদে বাড়ি ফেরার কথা ছিল শাহরাস্তি উপজেলার ওসমান গনি তুষারের। কিন্তু তার আগেই জীবিত নয়, লাশ হয়ে বাড়ি ফিরলেন তিনি। গত রবিবার রাজধানী ঢাকার মগবাজারে রহস্যজনক বিস্ফোরণে অন্যদের সঙ্গে প্রাণ হারান তুষার। সেখানে একটি ফাস্টফুডের দোকানে কাজ করতেন তিনি।
সোমবার দুপুরে জেলার শাহরাস্তি উপজেলার চিতোষী পূর্ব ইউনিয়নের শ্যামপুর গ্রামের পাটোয়ারী বাড়ির পারিবারিক গোরস্থানে ওসমান গনি তুষারকে দাফন করা হয়। তার আগে রাজধানী থেকে তার লাশ নিয়ে আসা হলে পরিবারের সদস্যরা কান্নায় ভেঙে পড়েন। বাবা আনিছুর রহমান নয়ন এবং মা তাসলিমা আক্তার বেবীর একমাত্র সন্তান তুষার।
নিহত তুষারের চাচা সোহেল আহমেদ জানান, এবারের কোরবানির ঈদে বাড়ি ফেরার কথা ছিল তুষারের। কিন্তু তার অনাকাঙ্ক্ষিত মৃত্যুতে গোটা পরিবারটি শোকাচ্ছন্ন হয়ে পড়ে।
খোঁজ নিয়ে জানা গেছে, গ্রামের একটি মাদরাসায় পড়াশোনা শেষে রাজধানী ঢাকার মগবাজারে ওয়ারলেস গেট এলাকার একটি ফাস্টফুডের দোকানে চাকরি নেন ওসমান গনি তুষার (২৩)। তিনি বাবা মায়ের একমাত্র সন্তান ছিলেন।
স্থানীয়রা জানান, বেশ শান্ত প্রকৃতির ছিলেন তুষার। গত কয়েক বছর ধরে ঢাকায় চাকরি করলেও গ্রামে পারিবারিক বিশেষ প্রয়োজন এবং কোনো উৎসব ছাড়া পরিবারের সদস্যদের সঙ্গে যোগ দিতেন না। সবশেষ গত ঈদুল ফিতরের সময় বাড়ি ফিরেছিলেন তুষার। সূত্র : ঢাকা পোস্ট।