সোমবার, ১৮ নভেম্বর, ২০২৪  |   ২০ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   খাল দখল নিয়ে দ্বন্দ্বে যুবদল নেতাকে ছুরিকাঘাতে হত্যা
  •   নৌ পুলিশের হয়রানি বন্ধে জেলা বিএনপির সভাপতির কাছে জেলেদের লিখিত আবেদন
  •   হাসান আলী মাঠে ছাত্র-জনতার অভ্যুত্থানের শততম দিনে সাংস্কৃতিক সন্ধ্যা
  •   মাদ্রাসা খাদেমের লাশ নদী থেকে উদ্ধার
  •   পল্লবীতে দুই ছেলেকে জবাই করে হত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে

প্রকাশ : ০৩ অক্টোবর ২০২৪, ০০:০০

কচুয়ায় সম্প্রীতি সমাবেশ

ফরহাদ চৌধুরী ॥
কচুয়ায় সম্প্রীতি সমাবেশ

সনাতন ধর্মাবলম্বী হিন্দু সম্প্রদায়ের আসছে শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ পরিবেশে উদযাপনের লক্ষ্যে কচুয়ায় সম্প্রীতি সমাবেশ ও প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। ২ অক্টোবর বুধবার উপজেলা প্রশাসনের আয়োজনে নিজস্ব মিলনায়তনে এই সমাবেশে উপজেলা নির্বাহী অফিসার মোঃ হেলাল চৌধুরী দুর্গাপূজা উদযাপনে জেলা প্রশাসক কর্তৃক প্রদত্ত সরকারের নির্দেশাবলি উপস্থাপন করেন। তিনি বলেন, প্রতিটি পূজা মন্দিরে পুলিশ, আনসার মোতায়েন করা হবে। মন্দির কমিটির পক্ষ থেকে প্রতিটি মন্দিরে সিসি ক্যামেরা স্থাপন, নিজেদের সার্বক্ষণিক স্বেচ্ছাসেবক মোতায়েন করতে হবে। তারপরও কোথাও কোনো অনভিপ্রেত ঘটনা ঘটলে কন্ট্রোল রুম অথবা ৯৯৯ /৩৩৩-তে কল করলে তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করা হবে।

উপজেলা নির্বাহী অফিসারের সভাপতিত্বে উপজেলার ৩৯টি পূজামণ্ডপে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে পূজা পালনের লক্ষ্যে সম্প্রীতি সমাবেশ ও প্রস্তুতি সভায় বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) বাপ্পি দত্ত রনি, ওসি আবদুল হালিম, বঙ্গবন্ধু সরকারি ডিগ্রি কলেজের অধ্যক্ষ শাহ মুহাম্মদ জাকির উল্লাহ শাজুলী, উপজেলা বিএনপির আহ্বায়ক হুমায়ুন কবির প্রধান, সদস্য সচিব মঞ্জুর আহমেদ সেলিম, উপজেলা পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক বিকাশ সাহা, হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি প্রাণধন দেব ও মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আঃ মবিন।

বক্তাগণ সরকারি নিয়ম নীতি অনুযায়ী শারদীয় দুর্গাপূজা পালনের বিষয়ে মতামত ব্যক্ত করেন। বিভিন্ন মন্দির কমিটি, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, শিক্ষক, সাংবাদিক, সুধীজন ও সাংস্কৃতিক ব্যক্তিবর্গ সমাবেশে উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়