প্রকাশ : ১১ সেপ্টেম্বর ২০২৪, ০০:০০
ফরিদগঞ্জে হামলা-ভাঙচুরের পর এবার চুরি ॥ নিঃস্ব হওয়ার পথে এক ব্যবসায়ী
গণ-অভ্যুত্থানের রাতে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের ধকল কাটিয়ে না উঠতেই এবার দুর্র্ধর্ষ চুরির শিকার হলেন মিজানুর রহমান নামে এক ব্যবসায়ী। ফরিদগঞ্জ উপজেলার চরদুঃখিয়া পশ্চিম ইউনিয়নের বিরামপুর বাজারে এ ঘটনা ঘটে। এ ব্যাপারে থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়েছে।
দায়েরকৃত অভিযোগ সূত্রে জানা গেছে, বিরামপুর বাজারের ব্যবসায়ী, ব্যবসায়ী কমিটির সাবেক সভাপতি ও সাবেক ইউপি সদস্য মিজানুর রহমান সোমবার রাতে তার ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে বাড়ি চলে যান। সকালে তার কর্মচারী দোকানের সার্টার খোলা ও মালামাল এলোমেলো অবস্থায় দেখতে পায়।
মিজানুর রহমান জানান, চোরের দল বিভিন্ন ব্র্যান্ডের সিগারেট, বেবি ফুড, দুধ, সয়াবিন তেল, ঘিসহ প্রায় সাড়ে ৪ লাখ টাকার মালামাল ও আমার প্রয়োজনীয় দলিল, ব্যাংকের চেকবইসহ গুরুত্বপূর্ণ কাগজপত্র নিয়ে গেছে।
তিনি বলেন, গত ৫ আগস্ট গণ-অভ্যুত্থানের রাতে আমার বাড়িতে হামলা হয়েছে। এছাড়া আমার এই ব্যবসা প্রতিষ্ঠানে হামলা, ভাঙচুর, লুটপাট করে আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা। এই ক্ষতি কাটিয়ে উঠতে নতুন করে ব্যবসা শুরুর চেষ্টাকালে আবারো চুরির শিকার হলাম। চুরির বিষয়ে ১০ সেপ্টেম্বর মঙ্গলবার দুপুরে ফরিদগঞ্জ থানায় লিখিত অভিযোগ করেছি। আমাকে নানাভাবে নিঃস্ব করার চেষ্টা চলছে।
ফরিদগঞ্জ থানা পুলিশ বিরামপুর বাজারে চুরির ঘটনার বিষয়ে লিখিত অভিযোগ পাওয়ার কথা স্বীকার করেছেন।