সোমবার, ১৮ নভেম্বর, ২০২৪  |   ২০ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   খাল দখল নিয়ে দ্বন্দ্বে যুবদল নেতাকে ছুরিকাঘাতে হত্যা
  •   নৌ পুলিশের হয়রানি বন্ধে জেলা বিএনপির সভাপতির কাছে জেলেদের লিখিত আবেদন
  •   হাসান আলী মাঠে ছাত্র-জনতার অভ্যুত্থানের শততম দিনে সাংস্কৃতিক সন্ধ্যা
  •   মাদ্রাসা খাদেমের লাশ নদী থেকে উদ্ধার
  •   পল্লবীতে দুই ছেলেকে জবাই করে হত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে

প্রকাশ : ১১ সেপ্টেম্বর ২০২৪, ০০:০০

ফরিদগঞ্জে হামলা-ভাঙচুরের পর এবার চুরি ॥ নিঃস্ব হওয়ার পথে এক ব্যবসায়ী

ফরিদগঞ্জ ব্যুরো ॥

গণ-অভ্যুত্থানের রাতে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের ধকল কাটিয়ে না উঠতেই এবার দুর্র্ধর্ষ চুরির শিকার হলেন মিজানুর রহমান নামে এক ব্যবসায়ী। ফরিদগঞ্জ উপজেলার চরদুঃখিয়া পশ্চিম ইউনিয়নের বিরামপুর বাজারে এ ঘটনা ঘটে। এ ব্যাপারে থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়েছে।

দায়েরকৃত অভিযোগ সূত্রে জানা গেছে, বিরামপুর বাজারের ব্যবসায়ী, ব্যবসায়ী কমিটির সাবেক সভাপতি ও সাবেক ইউপি সদস্য মিজানুর রহমান সোমবার রাতে তার ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে বাড়ি চলে যান। সকালে তার কর্মচারী দোকানের সার্টার খোলা ও মালামাল এলোমেলো অবস্থায় দেখতে পায়।

মিজানুর রহমান জানান, চোরের দল বিভিন্ন ব্র্যান্ডের সিগারেট, বেবি ফুড, দুধ, সয়াবিন তেল, ঘিসহ প্রায় সাড়ে ৪ লাখ টাকার মালামাল ও আমার প্রয়োজনীয় দলিল, ব্যাংকের চেকবইসহ গুরুত্বপূর্ণ কাগজপত্র নিয়ে গেছে।

তিনি বলেন, গত ৫ আগস্ট গণ-অভ্যুত্থানের রাতে আমার বাড়িতে হামলা হয়েছে। এছাড়া আমার এই ব্যবসা প্রতিষ্ঠানে হামলা, ভাঙচুর, লুটপাট করে আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা। এই ক্ষতি কাটিয়ে উঠতে নতুন করে ব্যবসা শুরুর চেষ্টাকালে আবারো চুরির শিকার হলাম। চুরির বিষয়ে ১০ সেপ্টেম্বর মঙ্গলবার দুপুরে ফরিদগঞ্জ থানায় লিখিত অভিযোগ করেছি। আমাকে নানাভাবে নিঃস্ব করার চেষ্টা চলছে।

ফরিদগঞ্জ থানা পুলিশ বিরামপুর বাজারে চুরির ঘটনার বিষয়ে লিখিত অভিযোগ পাওয়ার কথা স্বীকার করেছেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়