প্রকাশ : ২৭ আগস্ট ২০২৪, ০০:০০
হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকের প্রচেষ্টা
বিষধর সাপে কাটা যুবক মৃত্যুর হাত থেকে ফিরলেন
বর্ষায় সাপের উপদ্রব বেড়ে যায়। প্রতি বছর বিষধর সাপের কামড়ে প্রাণহানির ঘটনা ঘটে। সম্প্রতি সারা দেশে রাসেল ভাইপারের আতঙ্ক বিরাজ করছে। এক সময় হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সাপে কাটা চিকিৎসা তেমন হতো না। ছিল না বিষধর সাপে কাটা রোগীর জন্যে এন্টিভেনম। কিন্তু বর্তমানে সাপের উপদ্রব বেড়ে যাওয়ায় হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বিশেষজ্ঞ চিকিৎসকের পাশাপাশি এন্টিভেনমও রয়েছে। এর সুফলও পেতে শুরু করেছে হাজীগঞ্জবাসী। গত শুক্রবার হাজীগঞ্জ উপজেলার মাতৈন গ্রামের মোঃ হারুনুর রশিদ (২০) নামে সাপে কাটা এক যুবক হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হন। ডাক্তারদের প্রচেষ্টায় প্রায় মৃত্যুন্মুখ যুবক সুস্থ হয়ে উঠেন।
বিশেষজ্ঞ ডাক্তার মোঃ মহিবুল আলম রুবেল জানান, সাপে কাটা রোগীদের সময় ক্ষেপণ না করে দ্রুত হাসপাতালে নিয়ে আসলে ভালো। ওঝা বা কবিরাজের কাছে না গিয়ে সরাসরি হাসপাতালে নিয়ে আসলে রোগীকে বাঁচানো সম্ভব হয়।