শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪  |   ২৯ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   মুক্তিযোদ্ধা কমান্ডারের পুত্রবধূ মাদকসহ যৌথ বাহিনীর হাতে আটক।
  •   মহাখালীতে ট্রেন থামিয়ে শিক্ষার্থীদের হামলা, শিশুসহ কয়েকজন রক্তাক্ত
  •   কমিটি নিয়ে দ্বন্দ্বের জেরে শিক্ষক লাঞ্ছনা ও ভাংচুরের ঘটনা গৃদকালিন্দিয়া কলেজে শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা ॥ পাঠদান স্থগিত
  •   চট্টগ্রামে মধ্যরাতে ছাত্রলীগের ঝটিকা মিছিল থেকে অর্থদাতাসহ দুজন গ্রেপ্তার।
  •   রাষ্ট্রীয় পদে আসীন হচ্ছেন খবরে আসামিপক্ষে শুনানি করলেন না সমাজী।

প্রকাশ : ১০ জুলাই ২০২৪, ০০:০০

শাহরাস্তিতে রাস্তা দখল করে ভবন নির্মাণের অভিযোগ

শাহরাস্তি ব্যুরো ॥
শাহরাস্তিতে রাস্তা দখল করে ভবন নির্মাণের অভিযোগ

শাহরাস্তিতে বাড়ির রাস্তা দখল করে ভবন নির্মাণের প্রতিকার চেয়ে শাহরাস্তি থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। উপজেলার টামটা দক্ষিণ ইউনিয়নের টামটা গ্রামের চৌধুরী বাড়ি প্রকাশ ভদ্র বাড়ির মোঃ ইকবাল হোসেন শাহরাস্তি থানায় এ অভিযোগ দায়ের করেন। ৮ জুলাই শাহরাস্তি থানার উপ-পরিদর্শক জুলফিকার আলী ঘটনাস্থল পরিদর্শন করে নির্মাণ কাজ বন্ধ রাখার নির্দেশ দেন।

অভিযোগকারী মোঃ ইকবাল হোসেন জানান, সরকারি ও বেসরকারি প্রকল্পের আওতায় বাড়ির সড়কটি ৬ ফুট প্রশস্ত করে পাকা করা হয়েছে। উক্ত রাস্তার উভয় পাশে আধা ফুট করে এক ফুট জায়গা চলাচলের জন্যে উন্মুক্ত রাখা হয়েছে। কিন্তু হঠাৎ করেই তাদের বাড়ির মোঃ সফিকুল ইসলাম রাস্তার জায়গা দখল করে ভবন নির্মাণের কাজ শুরু করেন। বিষয়টি আমার নজরে আসলে তাকে এ ব্যাপারে জিজ্ঞেস করলে তিনি ক্ষিপ্ত হয়ে উঠেন। তিনি কাউকে তোয়াক্কা না করে ভবন নির্মাণ কাজ অব্যাহত রাখেন। ইকবাল হোসেন আরো জানান, এ ছাড়াও তিনি সরকারি বরাদ্দের ঘর বিক্রি করে দিয়েছেন। সফিকুল ইসলাম পানি নিষ্কাশনের একমাত্র খালটি ভরাট করে ফেলেছেন। বাড়ির লোকজনের চলাচলের একমাত্র সড়কটি উন্মুক্ত রাখার জন্যে ইকবাল হোসেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষের যথাযথ পদক্ষেপ কামনা করছেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়