প্রকাশ : ০৩ জুন ২০২৪, ০০:০০
লুধুয়া কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান
মতলব উত্তর উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান লুধুয়া স্কুল এন্ড কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে আলোচনা সভা, মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। শনিবার ১ জুন সকালে স্কুল এন্ড কলেজ মাঠে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগের আইন বিষয়ক উপ-কমিটির সদস্য আশফাক চৌধুরী মাহি। তিনি বলেন, লুধুয়া স্কুল অ্যান্ড কলেজ আমাদের প্রাণের প্রতিষ্ঠান। এই কলেজ এমপিওভুক্ত করেছেন আমার দাদা। যিনি চাঁদপুর-২ আসনের সংসদ সদস্য, আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, সাবেক মন্ত্রী, স্বাধীনতা পদকপ্রাপ্ত মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীর বিক্রম। আমার বাবা ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সদস্য প্রয়াত সাজেদুল হোসেন চৌধুরী দিপু এই প্রতিষ্ঠানের সভাপতি ছিলেন। তিনি অনেক উন্নয়ন করে গেছেন, যা আজও দৃশ্যমান। বিদায়ী শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন, বাবা জন্ম দিয়েছেন, কিন্তু কর্মটা শিক্ষকদের কাছ থেকেই পেয়েছেন। শিক্ষকগণই আলোকিত মানুষ হওয়ার পথপ্রদর্শক। আলোকিত মানুষ হয়ে তোমরাই একদিন দেশ গড়বে। তোমরা আগামী দিনের ভবিষ্যৎ।
তিনি আরও বলেন, আমি আমার বাবার আদর্শের সন্তান। বাবা যেভাবে উন্নয়ন করে গেছেন আমি সেভাবে কাজ করে যাবো। যেকোনো প্রয়োজন হলে আমাকে বলবেন, দাদার মাধ্যমে হলেও আমি চেষ্টা করবো সমস্যার সমাধান করতে।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন ইউনিসেফের হেল্থ ম্যানেজার ও লুধুয়া স্কুল অ্যান্ড কলেজ গভর্নিংবডির বিদ্যোৎসাহী সদস্য ডাঃ এমদাদুল হক মানিক, মতলব উত্তর উপজেলা পরিষদের নবনির্বাচিত ভাইস চেয়ারম্যান ও কেন্দ্রীয় যুবলীগের সাবেক সদস্য রিয়াজুল হাসান রিয়াজ।
লুধুয়া স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মোঃ জাকির হোসেনের সভাপতিত্বে ও ইংরেজি প্রভাষক মনছুর আহাম্মেদের পরিচালনায় আরও বক্তব্য দেন লুধুয়া স্কুল অ্যান্ড কলেজের গভর্নিংবডির সদস্য শাহ মোহাম্মদ জহির, অবসরপ্রাপ্ত বাংলা প্রভাষক কামরুজ্জামান, প্রভাষক ফজিলা পারভীন, ফতেহপুর পূর্ব ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মোঃ হেলাল বেপারী ও বিদায়ী শিক্ষার্থী সিদরাতুল মুনতাহা।
মিলাদ ও দোয়া অনুষ্ঠানে লুধুয়া স্কুল অ্যান্ড কলেজের গভর্নিং বডির সাবেক সভাপতি প্রয়াত সাজেদুল হোসেন চৌধুরী দিপু ও বিদায়ী শিক্ষার্থীসহ সকলের জন্যে দোয়া করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মতলব উত্তর উপজেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক মঈন উদ্দিন বেপারি মিলন, কৃষক লীগের সাধারণ সম্পাদক মনির হোসেনে মোল্লা, ফতেপুর পূর্ব ইউনিয়ন যুবলীগের সহ-সভাপতি বাদশা পাটোয়ারী, উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক তামজিদ সরকার রিয়াদ, শেখ রাসেল শিশু কিশোর পরিষদের সভাপতি শিবলী এমরান জুয়েল, ফতেপুর পশ্চিম ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক মেহেদী হাসান কাজল, ইসলামাবাদ ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক তামজিদ পাটোয়ারী রিয়াদ, দূর্গাপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মেহেদী হাসানসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, অভিভাবক, শিক্ষক ও শিক্ষার্থীরা।