শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪  |   ২৮ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   মুক্তিযোদ্ধা কমান্ডারের পুত্রবধূ মাদকসহ যৌথ বাহিনীর হাতে আটক।
  •   মহাখালীতে ট্রেন থামিয়ে শিক্ষার্থীদের হামলা, শিশুসহ কয়েকজন রক্তাক্ত
  •   কমিটি নিয়ে দ্বন্দ্বের জেরে শিক্ষক লাঞ্ছনা ও ভাংচুরের ঘটনা গৃদকালিন্দিয়া কলেজে শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা ॥ পাঠদান স্থগিত
  •   চট্টগ্রামে মধ্যরাতে ছাত্রলীগের ঝটিকা মিছিল থেকে অর্থদাতাসহ দুজন গ্রেপ্তার।
  •   রাষ্ট্রীয় পদে আসীন হচ্ছেন খবরে আসামিপক্ষে শুনানি করলেন না সমাজী।

প্রকাশ : ১৭ মে ২০২৪, ০০:০০

কর্পোরেট ওয়েলবিং-এর তৃতীয় টার্মি সেলসি আন্তর্জাতিক কংগ্রেস

ড. সবুর খান ইউরোপীয় ইউনিয়ন পার্লামেন্টে বাংলাদেশের প্রতিনিধিত্ব করেছেন

সংবাদ বিজ্ঞপ্তি ॥
ড. সবুর খান ইউরোপীয় ইউনিয়ন পার্লামেন্টে বাংলাদেশের প্রতিনিধিত্ব করেছেন

ইউরোপীয় ইউনিয়ন পার্লামেন্টে অনুষ্ঠিত কর্পোরেট ওয়েলবিং-এর ৩য় টার্মি সেলস ইন্টারন্যাশনাল কংগ্রেসে সম্প্রতি অংশগ্রহণ করেছেন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ড. মোঃ সবুর খান। এই মর্যাদাপূর্ণ ইভেন্টটি ৯টি দেশের ৩১ জন বিশেষজ্ঞকে একত্রিত করেছে এবং ৫০টি প্রতিষ্ঠান থেকে সমর্থন পেয়েছে।

ইউরোপীয় ইউনিয়নের আঞ্চলিক কমিটি কর্তৃক আয়োজিত এই কংগ্রেসে মানসিক, শারীরিক এবং পুষ্টিগত সুস্থতার বিষয়সমূহ আলোকিত প্যানেলিস্টদের অংশগ্রহণে সংশ্লিষ্ট খাতের বিশিষ্ট ব্যক্তিদের দ্বারা দক্ষতার সাথে পরিচালনা করা হয়। কংগ্রেসে ড. মোঃ সবুর খানের উপস্থাপনা বাংলাদেশ থেকে অমূল্য অন্তর্দৃষ্টি প্রদান করে, যা কোম্পানিগুলোতে স্বাস্থ্য ও সুস্থতার সংস্কৃতি গড়ে তোলার বিষয়ে বিশ্বব্যাপী সংলাপে অবদান রাখে।

এ কংগ্রেস অর্গানাইজেশনসমূহের মধ্যে স্বাস্থ্য এবং সুস্থতার সংস্কৃতিকে উন্নত করার লক্ষ্যে নিয়োগকর্তা, কর্মচারী এবং স্থানীয় সম্প্রদায়ের জন্যে নতুন দৃষ্টিভঙ্গি অফারের একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে। ড. মোঃ সবুর খান এবং সহযোগী আন্তর্জাতিক বিশেষজ্ঞরা ব্যক্তি ও সম্প্রদায়ের সামগ্রিক সুস্থতার প্রচারের জন্যে সর্বোত্তম অনুশীলন এবং প্রয়োগসমূহের কার্যকর সুপারিশগুলো তুলে ধরনে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়