বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি, ২০২৫  |   ২২ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   কুমিল্লা সীমান্তে পুকুরে দেয়াল নির্মাণ করছে বিএসএফ, সতর্ক অবস্থানে বিজিবি
  •   টিউলিপ সিদ্দিকের পদত্যাগের দাবির মধ্যে নতুন বিতর্ক
  •   স্বামী বিবেকানন্দের জন্মদিনে হাজীগঞ্জ রামকৃষ্ণ সেবাশ্রমের শীতকালীন ত্রাণসেবা
  •   খালেদা জিয়ার স্বাস্থ্য স্থিতিশীল, করা হবে বিশেষ কিছু পরীক্ষা
  •   সীমান্তে অস্থিরতা: পাগল বেশে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ কারা?

প্রকাশ : ০৭ মে ২০২৪, ০০:০০

ইউনিয়ন ছাত্রলীগ সভাপতির স্ত্রীর লাশ মিললো ঘরে

কামরুজ্জামান টুটুল ॥
ইউনিয়ন ছাত্রলীগ সভাপতির স্ত্রীর লাশ মিললো ঘরে

ইউনিয়ন ছা¬¬¬¬ত্রলীগ সভাপতি জাকির হোসেনের স্ত্রী নুসরাত জাহান মাহির (১৮) লাশ উদ্ধার করেছে পুলিশ। ৬ মে সোমবার দুপুরে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চাঁদপুর জেনারেল হাসপাতালে পাঠায়। জাকির হোসেন হাজীগঞ্জ উপজেলার গন্ধর্ব্যপুর দক্ষিণ ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি। ২৪দিন হয় তাদের পারিবারিকভাবে বিয়ে হয়। ঘটনাটি ঘটে মাহির স্বামীর বাড়িতে। পুলিশ ও পরিবার ধারণা করছে, মাহি আত্মহত্যা করেছে।

স্থানীয়রা জানান, গত ঈদ-উল-ফিতরের পরের দিন হরিপুরে জাকির ও নুসরাতের বিয়ে হয়। বিয়ের আগে তাদের প্রেমের সম্পর্ক ছিলো। পরিবারের সম্মতিতে বিয়ে হয় তাদের। তবে পারিবারিক কলহ নাকি অন্যকিছু থেকে নুসরাত আত্মহত্যা করল তা এখনো বোঝা যায়নি।

এ বিষয়ে জাকির হোসেন চাঁদপুর কণ্ঠকে বলেন, আমি শাহরাস্তিতে একটি স্কুল এন্ড কলেজের প্রভাষক হিসেবে রয়েছি। দুপুরে ফোনে খবর পেলাম নুসরাত গলায় ফাঁস দিয়েছে। পরে বাড়িতে গিয়ে দেখি ও মারা গেছে। এখন আর কোনো মন্তব্য করার মতো অবস্থা আমার নেই।

এ বিষয়ে হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ আব্দুর রশীদ বলেন, খবর পেয়ে আমরা ওই নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে এসেছি। মরদেহটি ময়নাতদন্তের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হচ্ছে। ময়না তদন্ত রিপোর্ট আসলে মৃত্যুর বিষয়টি নিশ্চিত হওয়া যাবে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়