প্রকাশ : ০৭ মে ২০২৪, ০০:০০
দুবাইয়ে হামিদ আল-রাফা মোবাইল এন্ড এক্সেসরিজ ট্রেডিংয়ের শুভ উদ্বোধন
সংযুক্ত আরব আমিরাতের ডেরা দুবাইতে ৫ মে রোববার দুবাই সময় সন্ধ্যা ৭টায় চাঁদপুর জেলার হাইমচর উপজেলার কৃতী সন্তান, বিশিষ্ট সমাজসেবক হামিদ পাটওয়ারীর ‘হামিদ আল-রাফা মোবাইল ফোন এন্ড এক্সেসরিজ ট্রেডিং’য়ের শুভ উদ্বোধন করা হয়েছে। তিনি বিগত এক যুগ ধরে সুনামের সাথে দুবাইতে ‘হামিদ পাটওয়ারী এয়ার কন্ডিশন এন্ড স্প্যায়ার পার্টস্ ট্রেডিং’ নামক আরও একটি প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী হিসেবে ব্যবসা করে আসছেন। হামিদ আল-রাফা মোবাইল ফোন এন্ড এক্সেসরিজ দুবাইয়ের বহুল পরিচিত আল-মতিনা খেজুর পার্কের পশ্চিম পাশে বাংলাদেশি রেস্টুরেন্ট ‘ব্রেকফাস্ট হোটেল এন্ড রেস্টুরেন্টের’ পাশে আবাসিক ফনিক্স হোটেলের পিছনের পার্কিংয়ের সাথে ডেরা দুবাইয়ের নাখিল নামক স্থানে অবস্থিত। হামিদ আল-রাফা মোবাইল ফোন এন্ড এক্সেসরিজ টেডিং উদ্বোধন করেন প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী হামিদ পাটওয়ারী।
উদ্বোধন করার সময় তিনি চাঁদপুর ও হাইমচরের মানুষ সহ সকলের কাছে দোয়া ও ভালোবাসা কামনা করেন। তিনি বলেন, মহান আল্লাহ্ তাআলার অশেষ রহমতে আমি দীর্ঘ এক যুগ ধরে সুনামের সাথে দুবাইতে ব্যবসা বাণিজ্য করে আসছি। এটা আমার দ্বিতীয় প্রতিষ্ঠান। আমি আশা করছি, আমরা যারা বাংলাদেশের রেমিট্যান্স যোদ্ধা এখানে রয়েছি, তারা প্রত্যেকে দেশের জন্যে কাজ করে যাচ্ছি। অতএব, আমরা ভাই ভাই হয়ে এখানে বসবাস করবো, নিজ এবং নিজের পরিবারের জন্যে এগিয়ে যাবো। অবশেষে তিনি দেশ ও প্রবাসী বাংলাদেশি সকলের সুস্বাস্থ্য কামনা করে অনুষ্ঠান শেষ করেন এবং উপস্থিত সবাইকে বিরিয়ানি পরিবেশন করেন।