বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি, ২০২৫  |   ২০ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   কুমিল্লা সীমান্তে পুকুরে দেয়াল নির্মাণ করছে বিএসএফ, সতর্ক অবস্থানে বিজিবি
  •   টিউলিপ সিদ্দিকের পদত্যাগের দাবির মধ্যে নতুন বিতর্ক
  •   স্বামী বিবেকানন্দের জন্মদিনে হাজীগঞ্জ রামকৃষ্ণ সেবাশ্রমের শীতকালীন ত্রাণসেবা
  •   খালেদা জিয়ার স্বাস্থ্য স্থিতিশীল, করা হবে বিশেষ কিছু পরীক্ষা
  •   সীমান্তে অস্থিরতা: পাগল বেশে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ কারা?

প্রকাশ : ০৭ মে ২০২৪, ০০:০০

বালুবাহী ট্রাক-সিএনজিচালিত অটোরিকশা সংঘর্ষ

হাজীগঞ্জে সড়কে একত্রে প্রাণ গেলো বাবা-ছেলের

কামরুজ্জামান টুটুল ॥
হাজীগঞ্জে সড়কে একত্রে প্রাণ গেলো বাবা-ছেলের

প্রচণ্ড বৃষ্টির মধ্যে দ্রুতগামী বালুবাহী ট্রাক ও সিএনজি চালিত অটোরিকশার সংঘর্ষে সড়কে একত্রে প্রাণ গেলো বাবা আবু তাহের মোল্লা (৫৫) ও ছেলে মামুন হোসেন মোল্লা (২৫)-এর। পেশায় গরু ব্যবসায়ী এই বাবা-ছেলে গতকাল ৬মে সোমবার বেলা দেড়টার দিকে ব্যবসার কাজে চাঁদপুর সদর উপজেলার সফরমালী থেকে হাজীগঞ্জে নিজ বাড়িতে আসার পথে চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কের হাজীগঞ্জের গোগরা নামক স্থানে দুর্ঘটনা কবলিত হয়। নিহতরা হাজীগঞ্জ উপজেলার ৯নং গন্ধর্ব্যপুর ইউনিয়নের পয়ালযোশ মোল্লা বাড়ির বাসিন্দা। এ ঘটনায় মারাত্মক আহতরা হলেন একই এলাকার কাশিমপুর গ্রামের কেরামত আলী (৫৮), শাহ আলম (৪০) ও মনির হোসেন (৩০)। তারা বর্তমানে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। দুর্ঘটনা ঘটিয়ে ট্রাকটি সড়কের পাশে রেখে পালিয়ে যায় চালক।

দুর্ঘটনার প্রত্যক্ষদর্শী দেবপুর গ্রামের বাসিন্দা রাসেল ইভান আব্দুল কাদের জানান, চারদিকে তখন মুষলধারে বৃষ্টি হচ্ছিল। এ সময় হাজীগঞ্জগামী সিএনজিচালিত অটোরিকশাকে চাঁদপুরগামী একটি ট্রাক প্রচণ্ডবেগে আঘাত করে। এতে করে অটোরিকশাটি সড়কের পাশের রেইনট্রি গাছের সাথে সজোরে আঘাত লেগে মুহূর্তে বিধ্বস্ত হয়ে গেলে যাত্রীরা ছিটকে পড়ে। গাড়ির শব্দ শুনে বৃষ্টির মধ্যে আমরা দৌড়ে গিয়ে যাত্রীদের উদ্ধার করতে গিয়ে দেখি দুজন সাথে সাথে মারা গেছে। অপর যাত্রীদের উদ্ধার করে চাঁদপুর জেনারেল হাসপাতালে পাঠিয়ে দেই। আহতদের মধ্যে একজনের দুই পা বিচ্ছিন্ন হয়ে যেতে দেখেছি।

রাসেল ইভান আরো জানান, নিহত একজনের কাছে অনেকগুলো টাকা পেয়েছি, যা পরে আমি মিজান চেয়ারম্যানের কাছে দিয়েছি।

বাকিলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান মিলন জানান, আমি বৃষ্টির মধ্যে ঘটনাস্থলে এসে দেখি দুটি লাশ, আর একটি সিএনজিচালিত অটোরিকশা সড়কের এক পাশে পড়ে আছে। তখনই আমি পুলিশকে খবর দেই।

অপর এক প্রশ্নে মিজানুর রহমান জানান, নিহত একজনের কাছে একটি মোবাইল ফোন পাওয়া গেছে যা দুর্ঘটনার কারণে নষ্ট হয়ে গেছে। সেটি থেকে সিম খুলে অন্য একটি মোবাইলে ঢুকিয়ে কল করে নিহতকে সনাক্ত করেছি। নিহত ব্যক্তির কিছু টাকা উদ্ধারকারীরা আমার কাছে দিয়েছে।

হাজীগঞ্জ থানার উপ-পরিদর্শক আবু জাফর জানান, আমরা ঘটনাস্থল থেকে দুটি লাশ উদ্ধার করে থানায় নিয়ে এসেছি ও ময়না তদন্তের জন্যে প্রেরণ করছি।

এ বিষয়ে হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ আব্দুর রশিদ জানান, প্রচণ্ড বৃষ্টির মধ্যে দুজনের মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে। পিকআপ ভ্যান ও অটোরিকশা জব্দ করা হয়েছে। পিকআপের চালক ঘটনার পর পালিয়েছে। এই ঘটনায় আইনী প্রক্রিয়া শেষে বাবা-ছেলের মরদেহ পরিবারের নিকট হস্তান্তর করা হবে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়