প্রকাশ : ০৬ মে ২০২৪, ০০:০০
হাজীগঞ্জ উপজেলা বিএনপি নেতা
আকবর মৃধার মৃত্যুতে জেলা বিএনপির শোক
হাজীগঞ্জ উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক ও উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মোঃ আকবর হোসেন মৃধা (৫৪) ৪ মে রাত আনুমানিক ১০টায় হৃদরোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তার মৃত্যুতে শোক ও দুঃখ প্রকাশ করেন চাঁদপুর জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক ও সাধারণ সম্পাদক অ্যাডঃ সলিম উল্লা সেলিম।
নেতৃদ্বয় এক শোক বার্তায় বলেন, মোঃ আকবর হোসেন মৃধা ছিলেন দলের জন্যে নিবেদিতপ্রাণ, দুঃসময়ের কাণ্ডারী। তার মৃত্যুতে দলের যে অপূরণীয় ক্ষতি হয়েছে তা ভাষায় প্রকাশ করার মতো নয়। আকবর হোসেন মৃধার মৃত্যুতে তার পরিবার-পরিজনের মতো আমরাও ব্যথিত, মর্মাহত ও শোকাহত। মহান আল্লাহর দরবারে মরহুমের রুহের মাগফিরাত কামনা করি। একই সাথে শোকসন্তপ্ত পরিবার এবং আত্মীয়-স্বজনের প্রতি সমবেদনা জানাচ্ছি।
চাঁদপুর জেলা বিএনপির দফতর সম্পাদক মোঃ হযরত আলী ঢালী শোক বিবৃতিতে এ তথ্য জানান।