প্রকাশ : ০৬ মে ২০২৪, ০০:০০
প্রাইম ব্যাংক ইয়াং টাইগার্স জাতীয় স্কুল ক্রিকেট
লক্ষ্মীপুর সরকারি হাই স্কুলকে হারিয়ে দ্বিতীয় রাউন্ডের ফাইনালে গণি মডেল হাই স্কুল
প্রাইম ব্যাংক ইয়াং টাইগার্স জাতীয় স্কুল ক্রিকেট টুর্নামেন্টের ২য় রাউন্ডের ফাইনালে উঠেছে চাঁদপুর গণি মডেল হাইস্কুল। ৭ মে মঙ্গলবার কুমিল্লা ভাষা সৈনিক ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে ফাইনালে চাঁদপুরের দলটি লড়বে শক্তিশালী কুমিল্লা জেলা স্কুল ক্রিকেট দলের সাথে। ফাইনালের বিষয়টি নিশ্চিত করেছেন দলের কোচ ও ক্রিকেটার পলাশ কুমার সোম।
চাঁদপুর গণি মডেল হাই স্কুল রোববার টুর্নামেন্টের ২য় রাউন্ডে কুমিল্লা স্টেডিয়ামে খেলতে নামে লক্ষ্মীপুর আদর্শ সদর সরকারি বিদ্যালয়ের সাথে। টসে জয়লাভ করে লক্ষ্মীপুর দলটি ১৬ ওভার ৪ বলে সবক’টি উইকেট হারিয়ে ৬১ রান করে। বল হাতে চাঁদপুরের ফারদিন ৪ ওভারে ১ মেডেনসহ ১৬ রানে ৬ উইকেট লাভ করেন।
গণি মডেল হাইস্কুল ৬২ রানের জয়ের টার্গেট নিয়ে খেলতে নামে। দলটি ১১ ওভার ৩ বলে ১ উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পৌঁছে যায়। দলের পক্ষে ওপেনিং ব্যাটসম্যান আবরার রশিদ সাফি ২৭ বলে ২৭ রান করেন। সেমিফাইনাল খেলা দেখতে কুমিল্লা স্টেডিয়ামে উপস্থিত ছিলেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আমিনুল ইসলাম বাবুল, প্রধান শিক্ষক আব্বাস উদ্দিনসহ দলে অংশ নেয়া খেলোয়াড়দের অভিভাবকগণ।
গণি মডেল হাইস্কুলের খেলোয়াড়রা হলেন : আবরার রশিদ সাফি, রুহুল আমিন, জিসান, রুদ্র, ফারহান চৌধুরী, ফারদিন, তানজিল, সিফাত, মাহফুজুর রহমান, মুনতাসির, নাফি, অনিমেশ কর, ফারদিন রশিদ, আয়ান ও হিমেল।