প্রকাশ : ০৩ মে ২০২৪, ০০:০০
চাঁদপুর সাহিত্য একাডেমীর অন্তবর্তীকালীন কমিটির প্রথম সভা
চাঁদপুর সাহিত্য একাডেমীর অন্তবর্তীকালীন (এডহক) কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১১টায় সাহিত্য একাডেমী চাঁদপুর মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন চাঁদপুর সাহিত্য একাডেমীর অন্তবর্তীকালীন কমিটির আহ্বায়ক অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোঃ মোস্তাফিজুর রহমান।
সভায় বক্তব্য রাখেন চাঁদপুর সাহিত্য একাডেমীর অন্তবর্তীকালীন কমিটির সদস্য অজয় ভৌমিক, ডাঃ পীযূষ কান্তি বড়ুয়া, জালাল চৌধুরী, সামীম আহমেদ খান, মুহাম্মদ ফরিদ হাসান এবং লেখক ও সম্পাদক কাদের পলাশ।
সভায় সাহিত্য একাডেমী পুনরুজ্জীবিত করতে সবাই বিভিন্ন মতামত উপস্থাপন করেন। উপস্থিত সবার সম্মতিক্রমে সাহিত্য একাডেমীর প্রতিষ্ঠাকালীন সদস্য, নির্বাহী পরিষদের সদস্য, সাধারণ সদস্য হিসেবে চিহ্নিত করতে নানা পদক্ষেপ নেয়া হয়।
এছাড়া প্রাথমিক ও সাধারণ সদস্য অন্তর্ভুক্ত করতে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়। সদস্য অন্তর্ভুক্তির জন্যে ৬ সদস্যের একটি উপ-কমিটি গঠন করা হয়। সাহিত্য একাডেমীর নিয়মিত কার্যক্রম ত্বরান্বিত করতে কিছু বিশেষ সিদ্ধান্ত গৃহীত হয়।
পূর্বের এডহক কমিটির কার্যক্রমের জন্যে ধন্যবাদ জানান সভার সভাপতি মোঃ মোস্তাফিজুর রহমান।