বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি, ২০২৫  |   ২০ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   কুমিল্লা সীমান্তে পুকুরে দেয়াল নির্মাণ করছে বিএসএফ, সতর্ক অবস্থানে বিজিবি
  •   টিউলিপ সিদ্দিকের পদত্যাগের দাবির মধ্যে নতুন বিতর্ক
  •   স্বামী বিবেকানন্দের জন্মদিনে হাজীগঞ্জ রামকৃষ্ণ সেবাশ্রমের শীতকালীন ত্রাণসেবা
  •   খালেদা জিয়ার স্বাস্থ্য স্থিতিশীল, করা হবে বিশেষ কিছু পরীক্ষা
  •   সীমান্তে অস্থিরতা: পাগল বেশে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ কারা?

প্রকাশ : ০৩ মে ২০২৪, ০০:০০

চাঁদপুরে মহান মে দিবসে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা

মে দিবসের পথ ধরেই শ্রমিকদের নানা অধিকার অর্জিত হয়েছে

----জেলা প্রশাসক কামরুল হাসান

চাঁদপুর কণ্ঠ রিপোর্ট ॥
মে দিবসের পথ ধরেই শ্রমিকদের নানা অধিকার অর্জিত হয়েছে

চাঁদপুর জেলার বিভিন্ন স্থানে শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠার দিন মহান মে দিবস পালিত হয়েছে। শ্রমিক-মালিক সুসম্পর্ক, নীতি, আদর্শ বজায় রেখে গদিঘর, আড়তঘর, দোকানের পণ্য ওঠানামাসহ কলকারখানায় উৎপাদন ব্যবস্থা অব্যাহত রাখার অঙ্গীকার করে ১ মে ২০২৪ চাঁদপুরে জেলা প্রশাসন ও বিভিন্ন শ্রমিক সংগঠন নানা কর্মসূচি পালন করেছে। এ বছর দিবসটির প্রতিপাদ্য ‘শ্রমিক মালিক গড়বো দেশ, স্মার্ট হবে বাংলাদেশ।’

বুধবার সকালে জেলা প্রশাসক কার্যালয়ের সম্মুখে বর্ণাঢ্য র‌্যালি ও সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুরের জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট কামরুল হাসান।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বশির আহমেদের সভাপতিত্বে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার মোঃ ইয়াসির আরাফাত, চাঁদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি নাছির উদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক আবু নঈম পাটওয়ারী দুলাল, ক্যাবের প্রতিনিধিবৃন্দ, শ্রম অধিদপ্তর সম্পর্কিত সংশ্লিষ্ট অংশীজনসহ শ্রমিক ফেডারেশনের সদস্যবৃন্দ।

জেলা প্রশাসক কামরুল হাসান তাঁর বক্তব্যে বলেন, মে দিবসের পথ ধরেই শ্রমিকদের নানা অধিকার অর্জিত হয়েছে। মে দিবসের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হলো শ্রমিকদের শ্রমের মর্যাদা নিশ্চিত করা। সমাজের অন্যান্য পেশার মানুষের মতো শ্রমিকদেরও একটি মর্যাদাসম্পন্ন শ্রেণি হিসাবে দেখা উচিত আমাদের। মহান মে দিবসে দেশের সব শ্রমজীবী মানুষের প্রতি রইলো আন্তরিক শুভেচ্ছা।

জেলা প্রশাসনের মে দিবস কর্মসূচি ছাড়াও শহরের পুরাণবাজার চাউল পট্টিতে গদিঘর লেবার ইউনিয়নে শ্রমিক সমাবেশ এবং কাঁচা ও আড়ত পট্টি শ্রমিকদের আয়োজনে মে দিবস উপলক্ষে দোয়া মাহফিল ও মোরগ পোলাও পরিবেশন করা হয়। এখানে ব্যবসায়ী নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

অপর দিকে চাঁদপুর জেলা বিএনপির কার্যালয়ে মে দিবসের আলোচনা করে জেলা শ্রমিক দল।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়