বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি, ২০২৫  |   ২০ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   কুমিল্লা সীমান্তে পুকুরে দেয়াল নির্মাণ করছে বিএসএফ, সতর্ক অবস্থানে বিজিবি
  •   টিউলিপ সিদ্দিকের পদত্যাগের দাবির মধ্যে নতুন বিতর্ক
  •   স্বামী বিবেকানন্দের জন্মদিনে হাজীগঞ্জ রামকৃষ্ণ সেবাশ্রমের শীতকালীন ত্রাণসেবা
  •   খালেদা জিয়ার স্বাস্থ্য স্থিতিশীল, করা হবে বিশেষ কিছু পরীক্ষা
  •   সীমান্তে অস্থিরতা: পাগল বেশে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ কারা?

প্রকাশ : ০৩ মে ২০২৪, ০০:০০

প্রার্থীরা কে কোন্ প্রতীক পেলেন

মিজানুর রহমান ॥
প্রার্থীরা কে কোন্ প্রতীক পেলেন

ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের দ্বিতীয় ধাপে চাঁদপুর জেলার তিন উপজেলার প্রার্থীদের মাঝে ২ মে বৃহস্পতিবার প্রতীক বরাদ্দ দেয়া হয়েছে। চাঁদপুর সদর, হাজীগঞ্জ ও শাহরাস্তি উপজেলা পরিষদ নির্বাচনে ২৬ জন প্রার্থীর মাঝে প্রতীক বরাদ্দ দেয়া হয়।

চাঁদপুর সদর উপজেলা চেয়ারম্যান পদে রাকিব মাঝি (আনারস), মোহাম্মদ নুরুল ইসলাম দেওয়ান (কাপ-পিরিচ), মিজানুর রহমান কালু ভূঁইয়া (মোটরসাইকেল), মোঃ আইয়ুব আলী (দোয়াত কলম) ও অ্যাডভোকেট মোঃ হুমায়ুন কবির সুমন (ঘোড়া) প্রতীক পেয়েছেন।

ভাইস চেয়ারম্যান পদে মোঃ নুরুল হায়দার সংগ্রাম (টিউবওয়েল ), আবুল বারাকাত মোঃ রেজওয়ান (চশমা) ও মোঃ হারুন অর রশিদ হাওলাদার (তালা) প্রতীক পেয়েছেন।

মহিলা ভাইস চেয়ারম্যান পদে রেবেকা সুলতানা মুন্না (পদ্মফুল) ও শিপ্রা দাস (ফুটবল) প্রতীক পেয়েছেন।

হাজীগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচন চেয়ারম্যান পদে মোহাম্মদ হেলাল উদ্দিন (আনারস), মোঃ জসিম (দোয়াতকলম) ও মোঃ আবু সুফিয়ান মজুমদার (ঘোড়া) প্রতীক পেয়েছেন।

ভাইস চেয়ারম্যান পদে সুমন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে যাচ্ছেন।

মহিলা ভাইস চেয়ারম্যান পদে রাবেয়া আক্তার (প্রজাপতি) ও রুবি বেগম (ফুটবল) প্রতীক পেয়েছেন।

শাহরাস্তি উপজেলা পরিষদ চেয়ারম্যান পদে মোঃ ওমর ফারুক (আনারস) ও মোহাম্মদ মকবুল হোসেন পাটওয়ারী (ঘোড়া) প্রতীক পেয়েছেন।

ভাইস চেয়ারম্যান পদে মোঃ ওমর ফারুক (টিউবওয়েল), মোঃ ইব্রাহিম খলিল (মাইক), তোফায়েল আহমেদ ইরান (উড়োজাহাজ), মোঃ ইমদাদুল হক (চশমা) ও মোঃ নুর আলম (তালা) প্রতীক পেয়েছেন।

মহিলা ভাইস চেয়ারম্যান পদে নাজমুন নাহার (কলস), কামরুন্নাহার (হাঁস), হাছিনা আক্তার (প্রজাপতি) ও হনুফা আক্তার (ফুটবল) প্রতীক পেয়েছেন।

প্রতীক বরাদ্দ শেষে রিটার্নিং অফিসার প্রতিদ্বন্দ্বী সকল প্রার্থীকে নির্বাচনী আচরণবিধি প্রতিপালন করার আহ্বান জানান।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়