প্রকাশ : ০১ মে ২০২৪, ০০:০০
হাইমচরে সুপারিতে কেমিক্যাল মেশানোর সময় হাতেনাতে আটক ৫
হাইমচর উপজেলায় পুকুরে-জলাশয়ে ভেজানো সুপারিতে কেমিক্যাল মেশানোর সময় হাতেনাতে উপজেলা প্রশাসনের হাতে আটক হয়েছে ৫ জন।
৩০ এপ্রিল মঙ্গলবার দুপুরে হাওলাদার বাজারে পুকুরে-জলাশয়ে ভেজানো সুপারিতে কেমিক্যাল মেশানো হয় এমন তথ্য পাওয়ার সাথে সাথেই উপজেলা নির্বাহী অফিসার উম্মে সালমা নাজনীন তৃষার নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয় এবং হাতেনাতে ৫ জনকে আটক করা হয়। আটককৃতদের ২০ হাজার টাকা জরিমানা করে মুচলেকা রেখে ছেড়ে দেয়া হয় এবং বিপুল পরিমাণ কেমিক্যাল মেশানো সুপারি আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার বলেন, আমরা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি হাওলাদার বাজার এলাকায় পুকুরে-জলাশয়ে ভেজানো সুপারিতে কেমিক্যাল মেশানো হচ্ছে। তখন আমরা তাৎক্ষণিক ঘটনাস্থলে গিয়ে পাঁচজনকে হাতেনাতে আটক করি এবং বিপুল পরিমাণ কেমিক্যাল মেশানো সুপারি এলাকাবাসীর উপস্থিতিতে আগুনে পুড়িয়ে বিনষ্ট করি। আটককৃত পাঁচজনকে মোবাইল কোর্টের আওতায় ২০ হাজার টাকা জরিমানা করা হয় এবং ভবিষ্যতে যেনো আর এই কাজ না করে সেজন্যে মুচলেকা রেখে ছেড়ে দেয়া হয়। ভবিষ্যতে যদি সুপারিতে কেমিক্যাল মেশানো এমন কাউকে পাওয়া যায় তখন তাকে অর্থদণ্ডসহ বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হবে।