বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি, ২০২৫  |   ২৭ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   কুমিল্লা সীমান্তে পুকুরে দেয়াল নির্মাণ করছে বিএসএফ, সতর্ক অবস্থানে বিজিবি
  •   টিউলিপ সিদ্দিকের পদত্যাগের দাবির মধ্যে নতুন বিতর্ক
  •   স্বামী বিবেকানন্দের জন্মদিনে হাজীগঞ্জ রামকৃষ্ণ সেবাশ্রমের শীতকালীন ত্রাণসেবা
  •   খালেদা জিয়ার স্বাস্থ্য স্থিতিশীল, করা হবে বিশেষ কিছু পরীক্ষা
  •   সীমান্তে অস্থিরতা: পাগল বেশে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ কারা?

প্রকাশ : ০১ মে ২০২৪, ০০:০০

হাইমচরে সুপারিতে কেমিক্যাল মেশানোর সময় হাতেনাতে আটক ৫

মোঃ সাজ্জাদ হোসেন রনি ॥
হাইমচরে সুপারিতে কেমিক্যাল মেশানোর সময় হাতেনাতে আটক ৫

হাইমচর উপজেলায় পুকুরে-জলাশয়ে ভেজানো সুপারিতে কেমিক্যাল মেশানোর সময় হাতেনাতে উপজেলা প্রশাসনের হাতে আটক হয়েছে ৫ জন।

৩০ এপ্রিল মঙ্গলবার দুপুরে হাওলাদার বাজারে পুকুরে-জলাশয়ে ভেজানো সুপারিতে কেমিক্যাল মেশানো হয় এমন তথ্য পাওয়ার সাথে সাথেই উপজেলা নির্বাহী অফিসার উম্মে সালমা নাজনীন তৃষার নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয় এবং হাতেনাতে ৫ জনকে আটক করা হয়। আটককৃতদের ২০ হাজার টাকা জরিমানা করে মুচলেকা রেখে ছেড়ে দেয়া হয় এবং বিপুল পরিমাণ কেমিক্যাল মেশানো সুপারি আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার বলেন, আমরা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি হাওলাদার বাজার এলাকায় পুকুরে-জলাশয়ে ভেজানো সুপারিতে কেমিক্যাল মেশানো হচ্ছে। তখন আমরা তাৎক্ষণিক ঘটনাস্থলে গিয়ে পাঁচজনকে হাতেনাতে আটক করি এবং বিপুল পরিমাণ কেমিক্যাল মেশানো সুপারি এলাকাবাসীর উপস্থিতিতে আগুনে পুড়িয়ে বিনষ্ট করি। আটককৃত পাঁচজনকে মোবাইল কোর্টের আওতায় ২০ হাজার টাকা জরিমানা করা হয় এবং ভবিষ্যতে যেনো আর এই কাজ না করে সেজন্যে মুচলেকা রেখে ছেড়ে দেয়া হয়। ভবিষ্যতে যদি সুপারিতে কেমিক্যাল মেশানো এমন কাউকে পাওয়া যায় তখন তাকে অর্থদণ্ডসহ বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হবে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়