প্রকাশ : ০১ মে ২০২৪, ০০:০০
চাঁদপুর পৌর মেয়রের প্রশংসনীয় উদ্যোগ
চাঁদপুরের ওপর দিয়ে তীব্র তাপপ্রবাহ চলতে থাকায় অতিষ্ঠ হয়ে উঠেছে জনজীবন। গরমের তীব্রতায় ছোট-বড় সবার হাঁসফাঁস অবস্থা। যাদের ‘দিন আনি দিন খাই’ অবস্থা, তাদের ঘর থেকে না বেরিয়ে উপায় নেই। জীবিকার তাগিদে তীব্র রোদে কাজ করতে হচ্ছে খেটে খাওয়া মানুষদের। এমন পরিস্থিতিতে চাঁদপুর পৌর এলাকার বিভিন্ন পয়েন্টে বিশুদ্ধ খাবার পানির ব্যবস্থা করে দিয়েছেন মেয়র মোঃ জিল্লুর রহমান। শহরের পুরাণবাজার চেম্বার ভবন সংলগ্ন চৌরাস্তা মোড়ে, পালবাজার ব্রিজ চত্বরে, রেলওয়ে কোর্টস্টেশন সংলগ্ন পুলিশ বক্সের সামনে, বাসস্ট্যান্ডে, ওয়্যারলেস মোড়ে, বাবুরহাট এলাকার জনবহুল স্থানে বিশুদ্ধ খাবার পানির ট্যাংকসহ কল বসিয়েছেন। তৃষ্ণার্ত সকল শ্রেণী-পেশার পথচারী ও শ্রমজীবী মানুষ চলার পথে এসব কল থেকে ঠাণ্ডা বিশুদ্ধ পানি পান করে প্রাণ জুড়াচ্ছেন। এই উদ্যোগের জন্যে শহরবাসীর অনেকেই পৌর মেয়রের প্রশংসা করছেন। ছবি ও প্রতিবেদন : মিজানুর রহমান।