বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি, ২০২৫  |   ২০ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   কুমিল্লা সীমান্তে পুকুরে দেয়াল নির্মাণ করছে বিএসএফ, সতর্ক অবস্থানে বিজিবি
  •   টিউলিপ সিদ্দিকের পদত্যাগের দাবির মধ্যে নতুন বিতর্ক
  •   স্বামী বিবেকানন্দের জন্মদিনে হাজীগঞ্জ রামকৃষ্ণ সেবাশ্রমের শীতকালীন ত্রাণসেবা
  •   খালেদা জিয়ার স্বাস্থ্য স্থিতিশীল, করা হবে বিশেষ কিছু পরীক্ষা
  •   সীমান্তে অস্থিরতা: পাগল বেশে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ কারা?

প্রকাশ : ০১ মে ২০২৪, ০০:০০

জেলা পুলিশের মাসিক কল্যাণ সভায় পুরস্কৃত

জেলায় মার্চের সেরা ওসি হাজীগঞ্জের আঃ রশিদ

স্টাফ রিপোর্টার ॥
জেলায় মার্চের সেরা ওসি হাজীগঞ্জের আঃ রশিদ

চাঁদপুর জেলা পুলিশের মাসিক কল্যাণ সভায় মার্চ-২০২৪-এর বেস্ট অফিসার ইনচার্জ (ওসি) নির্বাচিত হয়েছেন হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ আবদুর রশিদ। এছাড়া মার্চ মাসে বিভিন্ন ক্যাটাগরিতে সফলতা অর্জনকারী ঊধ্বর্তন কর্মকর্তা ও পুলিশ সদস্যগণকেও পুরস্কৃত করা হয়েছে।

চাঁদপুর জেলা পুলিশের আয়োজনে বুধবার (২৯ এপ্রিল) পুলিশ লাইন্সের মাল্টিপারপাস শেডে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ ইয়াসির আরাফাতের উপস্থাপনায় চাঁদপুর জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম বিপিএম, পিপিএম (বার)।

সভার শুরুতে পুলিশ সুপার উপস্থিত পুলিশ সদস্যদের পেশাদারিত্ব বজায় রেখে তৎপর হওয়া ও আন্তরিকতার সাথে দায়িত্ব পালনের আহ্বান জানান এবং পুলিশ সদস্যদের কল্যাণে মেসের খাবার পরিবেশ, রেশন, পোশাক, অস্ত্র ও গুলি, কর্মস্থল ও ব্যারাক, ঔষধ ও চিকিৎসা বাবদ কল্যাণ তহবিল থেকে সহায়তা, বেতন-ভাতা হতে বিভিন্ন ধরনের কর্তন, ছুটি, ডিউটি, বদলি ও ট্রেনিং, কর্মপরিবেশসহ বিবিধ বিষয়ে আলোচনা করেন।

এছাড়া বিট পুলিশিং, সাইবার বুলিং, কিশোর গ্যাং, নারীর প্রতি ডিজিটাল ভায়োলেন্স ও অনলাইন জুয়া সম্পর্কিত সামাজিক জনসচেতনতা বৃদ্ধি বিষয়ে উপস্থিত পুলিশ সদস্যদের বিভিন্ন বিষয়ে দিকনির্দেশনা প্রদান করেন ।

কল্যাণ সভায় মার্চ-২৪ মাসের বেস্ট অফিসার ইনচার্জ মুহাম্মদ আবদুর রশিদ (হাজীগঞ্জ থানা) এবং মার্চ মাসে বিভিন্ন ক্যাটাগরিতে সফলতা অর্জনকারী ঊধ্বর্তন কর্মকর্তা ও পুলিশ সদস্যগণকে পুরস্কার প্রদান করা হয়।

এ সময় সুদীপ্ত রায়, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত)), রাশেদুল হক চৌধুরী, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্), খায়রুল কবীর, সহকারী পুলিশ সুপার (মতলব সার্কেল), মোঃ রিজওয়ান সাঈদ জিকু, সহকারী পুলিশ সুপার (কচুয়া সার্কেল), চাঁদপুর সকল থানার অফিসার ইনচার্জ, ডিআইও-১, জেলা বিশেষ শাখা, অফিসার ইনচার্জ, জেলা গোয়েন্দা শাখা, পুলিশ পরিদর্শক, শহর ও যানবাহন শাখা, কোর্ট পুলিশ পরিদর্শক, আরআই, পুলিশ লাইন্স, আরওআই, রিজার্ভ অফিস, চাঁদপুরসহ জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের অফিসার ও ফোর্সগণ উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়