প্রকাশ : ৩০ এপ্রিল ২০২৪, ০০:০০
ফরিদগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচন-২০২৪
প্রকৃতির উত্তাপে নিরুত্তাপ নির্বাচনী মাঠ!
শুনেছি ‘গরমে গরম কাটে’ কিন্তু বুঝিনি। ঠিক এবার বুঝা গেলো কীভাবে গরমে গরম কাটে। কথা ছিলো দুই গরমে উত্তপ্ত হয়ে উঠবে ফরিদগঞ্জ উপজেলা। এক প্রাকৃতিক গরম, দুই নির্বাচনী গরম। কিন্তু সবাইকে হতাশ করে দিয়ে ফরিদগঞ্জে উপজেলা পরিষদ নির্বাচনের আমেজ তেমন একটা দেখা যাচ্ছে না। ২ মে মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ। অথচ ফরিদগঞ্জে নির্বাচনী মাঠ নিরুত্তাপ। জাতীয় নির্বাচনের আমেজ যেতে না যেতে দরজায় কড়া নাড়ছে উপজেলা পরিষদ নির্বাচন। হয়তো এ কারণে এখনো নির্বাচন জমে উঠেনি সেভাবে।
আগামী ২৯ মে ফরিদগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচন। নির্বাচনের আর মাত্র মাসখানেক বাকি থাকলেও সম্ভাব্য প্রার্থীরা নেই মাঠে। নেই প্রচার প্রচারণায়। অথচ অন্যান্য নির্বাচনের ৪/৫ মাস আগে থেকে নির্বাচনের মাঠ চষে বেড়াতেন সম্ভাব্য প্রার্থীরা। সাধারণ মানুষের মতো প্রার্থীরাও কি দিন দিন নির্বাচনী আবেগ থেকে দূরে সরে যাচ্ছেন? তবে ব্যতিক্রম একজন আছেন। তিনি হলেন সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি, বাংলাদেশ আওয়ামীলীগের ত্রাণ ও সমাজকল্যাণ উপ-কমিটির সাবেক সদস্য খাজে আহমেদ মজুমদার। তিনি বিগত বছরখানেক ধরে পুরো উপজেলা চষে বেড়াচ্ছেন। বিভিন্ন সামাজিক, ক্রীড়া, ওয়াজ মাহফিল, ইফতার মাহফিল এবং রাজনৈতিক অনুষ্ঠানে তার সরব উপস্থিতিতে সাধারণ মানুষ বুঝে গেছে তিনি উপজেলা পরিষদ নির্বাচনে অংশগ্রহণ করবেন। একটা সময় তিনি প্রকাশ্যে ঘোষণা দিয়েছেন আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে নির্বাচন করবেন। এমনকি এক রাজনৈতিক সভায় জাতীয় প্রেসক্লাবের সাবেক সভাপতি, বীর মুক্তিযোদ্ধা মুহম্মদ শফিকুর রহমান এমপি আনুষ্ঠানিকভাবে ঘোষণা দিয়েছেন আগামী উপজেলা পরিষদ নির্বাচনে খাজে আহমেদ মজুমদার চেয়ারম্যান প্রার্থী। একই মঞ্চে ভাইস চেয়ারম্যান প্রার্থী হিসেবে ঘোষণা করেছেন আবু সুফিয়ানের নাম।
এছাড়া নির্বাচনী মাঠে অন্য প্রার্থীদের তেমন একটা দেখা যাচ্ছে না। নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, ২৯ মে ২০২৪ তারিখে ফরিদগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে। ২ মে রিটার্নিং অফিসার অথবা সহকারী রিটার্নিং অফিসারের নিকট অনলাইনে মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ। মনোনয়পত্র বাছাইয়ের তারিখ ৫মে। বাছাইয়ের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল ৬ থেকে ৮ মে। আপিল নিষ্পত্তি ৯ থেকে ১১ মে। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ১২ মে। প্রতীক বরাদ্দ ১৩ মে।
মনোনয়নপত্র দাখিলের আর মাত্র দুই দিন বাকি থাকলেও মাঠে নেই প্রার্থীরা। সাধারণ ভোটাররা বুঝতেও পারছেন না কে চেয়ারম্যান প্রার্থী আর কে ভাইস চেয়ারম্যান প্রার্থী। তবে ২ মে সাধারণ মানুষ জানতে পারবে কারা হচ্ছেন প্রার্থী। ইতোমধ্যে চেয়ারম্যান প্রার্থী হিসেবে যাদের নাম শোনা যাচ্ছে তারা হলেন--বর্তমান চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) জি.এস. তছলিম আহমেদ, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি খাজে আহমেদ মজুমদার, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি তোফায়েল আহমেদ ভূঁইয়া, আমির আজম রেজা, এমরান হোসেন চৌধুরী ও সাইফুল ইসলাম রিপন।
ভাইস চেয়ারম্যান হিসেবে শোনা যাচ্ছে উপজেলা যুবলীগের আহ্বায়ক আবু সুফিয়ান, ফরিদগঞ্জ পৌর ছাত্রলীগের সাবেক সফল সাধারণ সম্পাদক আকবর হোসেন মনির ও উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক কামরুজ্জামান সবুজের নাম। মহিলা ভাইস চেয়ারম্যান হিসেবে শোনা যাচ্ছে বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান মাজুদা খাতুন, সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান রিনা নাছরিন ও উপজেলা মহিলা আওয়ামী লীগের সহ-সভাপতি হালিমা বেগমের নাম।
হয়তো ২তারিখের পর আস্তে আস্তে ফরিদগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচন জমে উঠবে। আর প্রতীক পাওয়ার পর জোরেশোরে প্রার্থীরা মাঠ নেমে পড়বে ভোটের লড়াইয়ে। প্রকৃতি যেভাবে পরিবেশকে গরম করে রেখেছে তাতেই মানুষের নাভিশ্বাস উঠে গেছে। সেই সাথে যদি নির্বাচনী মাঠও গরম হয়ে উঠে তাহলে কি পরিবেশে প্রশান্তি নেমে আসবে?