বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি, ২০২৫  |   ২৪ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   কুমিল্লা সীমান্তে পুকুরে দেয়াল নির্মাণ করছে বিএসএফ, সতর্ক অবস্থানে বিজিবি
  •   টিউলিপ সিদ্দিকের পদত্যাগের দাবির মধ্যে নতুন বিতর্ক
  •   স্বামী বিবেকানন্দের জন্মদিনে হাজীগঞ্জ রামকৃষ্ণ সেবাশ্রমের শীতকালীন ত্রাণসেবা
  •   খালেদা জিয়ার স্বাস্থ্য স্থিতিশীল, করা হবে বিশেষ কিছু পরীক্ষা
  •   সীমান্তে অস্থিরতা: পাগল বেশে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ কারা?

প্রকাশ : ২৮ এপ্রিল ২০২৪, ০০:০০

চাঁদপুরে ইসলামী আন্দোলনের ইসতিসকার নামাজ আদায়

স্টাফ রিপোর্টার ॥
চাঁদপুরে ইসলামী আন্দোলনের ইসতিসকার নামাজ আদায়

বৃষ্টির জন্য প্রার্থনা করে ইসতিসকার নামাজ আদায় করা হয়েছে। শনিবার সকাল ১১টায় ইসলামী আন্দোলন বাংলাদেশ চাঁদপুর জেলা শাখার উদ্যোগে পুরাতন বাসস্ট্যান্ডে এ নামাজের আয়োজন করা হয়। এতে কয়েক শ’ মুসল্লি অংশগ্রহণ করেন।

এ উপলক্ষে সকাল থেকেই মাঠে উপস্থিত হতে থাকেন সব শ্রেণি-বয়সের মুসল্লিরা। পরে নামাজ শেষে বৃষ্টির জন্য বিশেষ দোয়া করা হয়। নামাজে ইমামতি করেন ইসলামী আন্দোলনের জেলা সহ-সভাপতি মাওলানা গাজী মোহাম্মদ আবু হানিফ।

ইসতিসকার নামাজে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ চাঁদপুর জেলা শাখার সভাপতি শেখ মুহাঃ জয়নাল আবেদিন, জেলার সাবেক সভাপতি মাওলানা নূরুল আমিন, জেলা প্রচার ও দাওয়াহ সম্পাদক মাওলানা হেলাল আহমাদ, জেলা অর্থ ও প্রকাশনা সম্পাদক আলহাজ্ব মামুনুর রশিদ বেলাল, জেলা সহকারী সাংগঠনিক সম্পাদক আমির হোসেন বিন নূরী, সদর সভাপতি ডাক্তার বেলাল হোসেন, পৌর সভাপতি মুফতি আবু নাঈম তানভীর, ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ চাঁদপুর জেলা সভাপতি মাওলানা আবুল বাশার তালুকদার, সেক্রেটারী মুহিবুল্লাহ বেপারী, জেলা যুব আন্দোলনের সভাপতি মাওলানা ইমরান হোসাইন, সাংগঠনিক সম্পাদক মোঃ শাহিন খান, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ চাঁদপুর জেলা সভাপতি মোহাম্মদ রাকিব হোসাইন প্রমুখ।

নামাজ শেষে অনাবৃষ্টি এবং গরম থেকে মুক্তির জন্য মহান আল্লাহর রহমত কামনা করে মোনাজাত করা হয়। এ সময় চলমান বৈশি^ক সঙ্কট থেকে মুক্তির জন্য দোয়াও করা হয়। পরে ইসলামী আন্দোলনের নেতা-কর্মীরা আগত ড্রাইভার এবং যাত্রীদের মাঝে খাবার স্যালাইন ও শরবত বিতরণ করেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়