প্রকাশ : ২৮ এপ্রিল ২০২৪, ০০:০০
সাংবাদিক আলমগীর কবিরের বাবা ফজলুল হক আর বেঁচে নেই
চাঁদপুর কণ্ঠসহ বিভিন্ন সংগঠনের শোক
দৈনিক চাঁদপুর কণ্ঠের হাজীগঞ্জ উপজেলার রাজারগাঁও-এর প্রতিনিধি ও সিনিয়র সাংবাদিক আলমগীর কবিরের বাবা মোঃ ফজলুল হক (৭৮) আর বেঁচে নেই। ২৬ এপ্রিল শনিবার বেলা আড়াইটায় নিজ বাড়িতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। এর আগে তিনি গত দু’দিন ধরে জ্বরসহ গ্যাস্ট্রিকের সমস্যায় ভুগছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ ছেলে, ৩ মেয়ে, নাতি-নাতনিসহ বহু আত্মীয়-স্বজন রেখে গেছেন।
শনিবার বাদ এশা মরহুমের নিজ বাড়ি সংলগ্ন উপজেলার দক্ষিণ-পশ্চিম রাজারগাঁওয়ের পঞ্চায়েত বাড়ি সংলগ্ন ঈদগাহ মাঠে জানাজা শেষে মরহুমের নিজ বাড়ি আরমান বেপারী বাড়ি জামে মসজিদ সংলগ্ন পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।
এদিকে ফজলুল হকের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন দৈনিক চাঁদপুর কণ্ঠের প্রতিষ্ঠাতা অ্যাডঃ আলহাজ্ব ইকবাল-বিন-বাসার, প্রধান সম্পাদক কাজী শাহাদাতসহ চাঁদপুর কণ্ঠ পরিবার, হাজীগঞ্জ প্রেসক্লাব, হাজীগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতি, হাজীগঞ্জ রিপোটার্স ইউনিটিসহ বিভিন্ন সামাজিক ও পেশাজীবী সংগঠন।