বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি, ২০২৫  |   ২২ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   কুমিল্লা সীমান্তে পুকুরে দেয়াল নির্মাণ করছে বিএসএফ, সতর্ক অবস্থানে বিজিবি
  •   টিউলিপ সিদ্দিকের পদত্যাগের দাবির মধ্যে নতুন বিতর্ক
  •   স্বামী বিবেকানন্দের জন্মদিনে হাজীগঞ্জ রামকৃষ্ণ সেবাশ্রমের শীতকালীন ত্রাণসেবা
  •   খালেদা জিয়ার স্বাস্থ্য স্থিতিশীল, করা হবে বিশেষ কিছু পরীক্ষা
  •   সীমান্তে অস্থিরতা: পাগল বেশে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ কারা?

প্রকাশ : ২৮ এপ্রিল ২০২৪, ০০:০০

দু মতলবে বৃষ্টি চেয়ে ‘ইসতিসকার’ নামাজে মুসল্লিদের বিশেষ দোয়া

মাহবুব আলম লাভলু ও রেদওয়ান আহমেদ জাকির ॥
দু মতলবে বৃষ্টি চেয়ে ‘ইসতিসকার’ নামাজে মুসল্লিদের বিশেষ দোয়া

সারাদেশে প্রচণ্ড দাবদাহ থেকে মুক্তি পেতে মতলব উত্তরে ও মতলব দক্ষিণে বৃষ্টির জন্য ‘সালাতুল ইসতিসকার’ নামাজ ও বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়েছে। ২৭ এপ্রিল শনিবার সকালে মতলব উত্তর উপজেলার ছেংগারচর মডেল সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে বিশেষ এ নামাজ আদায় করা হয়। নামাজে পাঞ্জাবি-টুপি পরে বিভিন্ন বয়সের মানুষ মাঠে হাজির হন। নামাজ শেষে সবাই দুহাত তুলে বৃষ্টির জন্যে দোয়া করেন। দোয়া পরিচালনা করেন এখলাছপুর আল আরাবিয়া মাদ্রাসার প্রতিষ্ঠাতা হাফেজ মুহাম্মদ ইব্রাহিম খলিল।

ইত্তেহাদ ওলামা মতলব উত্তর উপজেলা শাখার উদ্যোগে ইসতিসকার নামাজের আয়োজন করা হয়েছে। নামাজে ইমামতি করেন মমরুজকান্দি কওমি মাদ্রাসার মোহতামিম মুফতি জয়নুল আবেদীন।

এ সময় মাওলানা আতাউল্লাহ মহসিন বলেন, রাসুল (সাঃ) তাঁর সময়েও বৃষ্টির জন্যে এই সালাত আদায় করতেন। আমরাও আদায় করলাম। মাওলানা মাইন উদ্দিন ইসলামাবাদী বলেন, আল্লাহর কাছে ক্ষমা চাইলাম এবং বৃষ্টি চাইলাম। আল্লাহ যেন আমাদের কবুল করে। এ সময় মাওলানা তাজুল ইসলাম চাঁদপুরী, ইব্রাহিম খলিল আনন্দপুরীসহ বিভিন্ন ওলামায়ে কেরাম ও ধর্মপ্রাণ মুসল্লিরা উপস্থিত ছিলেন।

একই দিনে মতলব দক্ষিণে বৃষ্টির জন্য ‘সালাতুল ইসতিসকার’ নামাজ ও বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। সকাল ৯টায় মতলব নিউ হোস্টেল মাঠে আয়োজিত নামাজে ইমামতি করেন মতলব বাজার শাহী জামে মসজিদের খতিব মুফতি গোলাম সারওয়ার ফরিদী। ইমাম ওলামা ঐক্য পরিষদের ব্যবস্থাপনায় নামাজের আয়োজন করেন মতলব পৌরসভার মেয়র আওলাদ হোসেন লিটন। নামাজে অংশ নেন সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান ও প্রার্থী বিএইচএম কবির আহমেদসহ বিভিন্ন এলাকা থেকে আগত মুসল্লিরা।

নামাজে অংশ নেয়া একাধিক মুসল্লি জানান, টানা ক’দিনের দাবদাহে আমাদের জীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। খেটে খাওয়া মানুষজন এতো গরমে জীবিকা নির্বাহের তাগিদে বের হতে পারছে না। পরিবারের বয়োজ্যেষ্ঠ ও শিশুদের সামলাতে হিমশিম খেতে হচ্ছে। এজন্যে বৃষ্টির জন্যে নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত আমল পালন করলাম। এ নামাজ ঈদের নামাজের মতো। আগত অধিকাংশ মুসল্লি জীবনে প্রথম এ নামাজ আদায় করেছেন বলে জানিয়েছেন। নামাজ শেষে খুতবা পাঠ করা হয়। এরপর মহান আল্লাহর দরবারে বৃষ্টির জন্য দোয়া কামনা করা হয়েছে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়