বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি, ২০২৫  |   ২০ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   কুমিল্লা সীমান্তে পুকুরে দেয়াল নির্মাণ করছে বিএসএফ, সতর্ক অবস্থানে বিজিবি
  •   টিউলিপ সিদ্দিকের পদত্যাগের দাবির মধ্যে নতুন বিতর্ক
  •   স্বামী বিবেকানন্দের জন্মদিনে হাজীগঞ্জ রামকৃষ্ণ সেবাশ্রমের শীতকালীন ত্রাণসেবা
  •   খালেদা জিয়ার স্বাস্থ্য স্থিতিশীল, করা হবে বিশেষ কিছু পরীক্ষা
  •   সীমান্তে অস্থিরতা: পাগল বেশে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ কারা?

প্রকাশ : ২৭ এপ্রিল ২০২৪, ০০:০০

প্রচণ্ড গরমে চাঁদপুর-শরীয়তপুর সড়কে গলে যাচ্ছে বিটুমিন

অনলাইন ডেস্ক
প্রচণ্ড গরমে চাঁদপুর-শরীয়তপুর সড়কে গলে যাচ্ছে বিটুমিন

তীব্র গরমে বিপাকে পড়েছে খেটে খাওয়া শ্রমজীবী মানুষ। নাভিশ্বাস উঠেছে জনজীবনে। মানুষের সঙ্গে হাঁসফাঁস দেখা দিয়েছে পশু-পাখির মধ্যেও। তীব্র তাপপ্রবাহের এমন গরমে চাঁদপুর-শরীয়তপুর সড়কের বালিবাড়ির মোড় থেকে নরসিংহপুর ফেরিঘাট পর্যন্ত বিভিন্ন স্থানে গলে যাচ্ছে বিটুমিন।

বিটুমিন গলে যাওয়ায় সড়কে দুর্ঘটনা এড়াতে ধীর গতিতে যানবাহন চালাচ্ছেন চালকেরা। এ ছাড়াও বিটুমিন গলে যাওয়ার ফলে সড়কের পাথর সরে গিয়ে সড়কটি দ্রুত ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। তবে সওজ বিভাগের প্রকৌশলী জানিয়েছেন, সড়কের বিটুমিন গলে যায়নি, তাপপ্রবাহের কারণে ব্লিডিং হয়েছে।

সরেজমিনে দেখা যায়, চাঁদপুর-শরীয়তপুর সড়কের ভেদরগঞ্জ উপজেলার বালিবাড়ির মোড় থেকে নরসিংহপুর ফেরিঘাট পর্যন্ত সড়কের বিভিন্ন স্থান ভেজা। ১৭ কিলোমিটারের এই সড়কটির প্রায় ১৫টি স্থানে প্রচণ্ড তাপপ্রবাহের কারণে বিটুমিন গলে সড়কটি ভিজে গেছে। ভেজা অংশ দিয়ে গাড়ি চালাতে গেলে টায়ারের সঙ্গে বিটুমিন লেগে যাচ্ছে। ভেজা স্থান দিয়ে ট্রাকসহ যানবাহন ধীর গতিতে চলাচল করছে। এ ছাড়াও মোটরসাইকেল, রিকশা, ব্যাটারিচালিত ইজিবাইক বিটুমিন উঠে যাওয়া অংশ এড়িয়ে চলাচল করছে।

শরীয়তপুরের সড়ক ও জনপথ বিভাগ সূত্রে জানা যায়, বিগত এক সপ্তাহের অধিক সময় ধরে শরীয়তপুরের তাপমাত্রা ৩৭ থেকে ৪০ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে রয়েছে। প্রচণ্ড রোদে তাপমাত্রা বৃদ্ধি পাওয়ায় সড়কে যানবাহন চলাচলে সমস্যা দেখা দিয়েছে। চাঁদপুর-শরীয়তপুর সড়ক দিয়ে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের যানবাহন চট্টগ্রাম অঞ্চলে চলাচল করে। সদর উপজেলার মনোহর বাজার মোড় থেকে মেঘনা নদীর তীরবর্তী ভেদরগঞ্জ উপজেলার নরসিংহপুর ফেরিঘাট পর্যন্ত ৩১ কিলোমিটারের সড়কটিতে অধিগ্রহণের কাজ চলমান রয়েছে। সড়কটির বালিবাড়ির মোড় থেকে নরসিংহপুর ফেরিঘাট পর্যন্ত ১৭ কিলোমিটার অংশ ৪৪ কোটি টাকা ব্যয়ে গত বছরের জুন থেকে ডিসেম্বর মাস পর্যন্ত বিটুমিন দিয়ে কার্পেটিং করা হয়েছিল। বালিবাড়ির মোড় থেকে নরসিংহপুর ফেরিঘাট পর্যন্ত সড়কের বিটুমিন গলে যায়নি। তাপমাত্রা যখন অতিরিক্ত পরিমাণে বেড়ে যায়, তখন ভালো মানের বিটুমিনের ব্লিডিং হয়। বাংলায় এটাকে ফুলে যাওয়া বলে। অধিক তাপপ্রবাহের কারণে সড়কটির বিটুমিনের ব্লিডিং হয়েছে। দাবদাহ কমে যাওয়ার পর ক্ষতিগ্রস্ত স্থানগুলোতে আরেক লেয়ার বিটুমিন দিয়ে দেওয়া হবে।

ভেদরগঞ্জ উপজেলার সখিপুর থানার স্টেশন বাজার এলাকার রুহুল আমিন জীবিকার তাগিদে সড়কটি দিয়ে প্রতিদিন শরীয়তপুর জজ কোর্টে যাতায়াত করেন। তিনি বলেন, বিটুমিন গলে যাওয়ার বিষয়টি গত দুই তিন ধরে লক্ষ্য করেছি। সড়কের বিটুমিন গলে যাওয়ার কারণে মোটরসাইকেলের চাকার সঙ্গে বিটুমিন আটকে যাচ্ছে। সড়কটিতে চলাচল করা এখন জীবনের জন্যে ঝুঁকিপূর্ণ। এরপর থেকে অন্য সড়ক ব্যবহার করবো।

আমান আহমেদ নামের একজন শরীয়তপুর-চাঁদপুর সড়কে মাইক্রোবাস চালান। তিনি বলেন, বালিবাড়ি থেকে ফেরিঘাট পর্যন্ত কমপক্ষে ১৫ থেকে ২০টি স্থানে সড়কের বিটুমিন গলে গেছে। একটু অসাবধানতার কারণে যে কোনো মুহূর্তে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। সর্বোচ্চ সতর্ক হয়ে গাড়ি চালাতে হয় এখন আমাদের।

কুষ্টিয়া থেকে কাঁচামাল নিয়ে সড়কটি ব্যবহার করে প্রায়ই চট্টগ্রামে যাতায়াত করেন ট্রাকচালক ইমরান আহমেদ। তিনি ঢাকা পোস্টকে বলেন, মনোহর মোড় থেকে কিছুদূর এগিয়ে যাওয়ার পর বালিবাড়ির মোড়ে দেখতে পেয়েছি বিটুমিন গলে গেছে। সারা দেশে প্রচণ্ড গরম পড়েছে। অন্যান্য জেলায়ও এমন ঘটনার সাক্ষী আমি। তবে গলে যাওয়া অংশে খুব সাবধান হয়ে গাড়ি চালাতে হয়, নয়তো যেকোনো মুহূর্তে দুর্ঘটনা ঘটতে পারে।

শরীয়তপুরের সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী শেখ নাবিল হোসেন বলেন, সড়কের বিটুমিন গলে যায়নি। যেকোনো সড়কে যখন ভালো মানের বিটুমিন ব্যবহার করা হয়, তখন তাপমাত্রা বেড়ে গেলে ব্যবহৃত বিটুমিনের ব্লিডিং হয়। যাকে বাংলায় বলতে পারি ফুলে যাওয়া। তাপপ্রবাহ কমে গেলে ক্ষতিগ্রস্ত স্থানে নতুন করে বিটুমিনের লেয়ার দিয়ে দেওয়া হবে। শুধু শরীয়তপুর নয়, গরমে সারা দেশের সড়কেরই একই অবস্থা। সূত্র : ঢাকা পোস্ট।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়