প্রকাশ : ২৬ এপ্রিল ২০২৪, ০০:০০
এ আদেশের দ্বারা নির্বাচন স্থগিত করা হয়নি
----------রিটার্নিং অফিসার
চাঁদপুর সদর উপজেলা পরিষদ নির্বাচন নিয়ে আদালতের নির্দেশনার বিষয়ে কথা হয় এ নির্বাচনের রিটার্নিং অফিসার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বশির আহমেদের সাথে। তিনি বলেন, উচ্চ আদালতের এই আদেশের দ্বারা নির্বাচন স্থগিত করা হয় নি। আদেশে বলা হয়েছে পৌরসভার ভোটারদের বাদ রেখে নির্বাচন করার জন্য। আর পৌরসভার ভোটার কেউ উপজেলা নির্বাচনে প্রার্থী হতে পারবেন না।
এদিকে বর্তমান তফসিল অনুযায়ী পৌরসভার ভোটাররা এ নির্বাচনে ভোটাধিকার প্রয়োগ করতে পারবে এবং যারা প্রার্থী হয়েছেন তাদের সবাই পৌর এলাকার ভোটার। এ ক্ষেত্রে তো নতুন ভোটার তালিকা এবং নতুন করে তফসিল ঘোষণা করতে হবে। এমন প্রশ্নের জবাবে রিটার্নিং অফিসার বলেন, সেটা কমিশনের সিদ্ধান্তের বিষয়। আমরা কমিশনকে লিখেছি।