প্রকাশ : ২৬ এপ্রিল ২০২৪, ০০:০০
মতলব উত্তরে ইউপি চেয়ারম্যান, সদস্য, সচিব ও সহকারী সচিবদের ২ দিনব্যাপী প্রশিক্ষণ
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের জাতীয় স্থানীয় সরকার ইনস্টিটিউট (এনআইএলজি) ঢাকার আয়োজনে মতলব উত্তর উপজেলা প্রশাসনের বাস্তবায়নে স্থানীয় সম্পদ আহরণ ও বাজেট সংক্রান্ত কোর্স বিষয়ে ২৪ ও ২৫ এপ্রিল ২ দিনব্যাপী প্রশিক্ষণ কোর্স সম্পন্ন হয়।
প্রশিক্ষণ কোর্সে অংশগ্রহণ করেন মতলব উত্তর উপজেলার সকল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, সদস্য, সচিব ও সহকারী সচিব। ২৫ এপ্রিল সমাপনী দিনে সভাপতির বক্তব্য রাখেন মতলব উত্তর উপজেলা নির্বাহী অফিসার একি মিত্র চাকমা। এ ছাড়া বক্তব্য রাখেন মতলব উত্তর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আল এমরান খান, এনআইএলজির কর্মকর্তা কামরুন নাহার, উপজেলা প্রকৌশলী মোঃ মনির হোসেন ও উপজেলা সমাজসেবা কর্মকর্তা আনিছুর রহমান তফু, ১০নং ফতেপুর পূর্ব ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজমল হোসেন চৌধুরী, দুর্গাপুর ইউনিয়ন পরিষদের সচিব অজয় প্রমুখ।
অনুষ্ঠানে সার্বিক সহযোগিতা করছেন মতলব উত্তর উপজেলা প্রশাসনের উপ-প্রশাসনিক কর্মকর্তা মোঃ আমিনুল ইসলাম।