বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি, ২০২৫  |   ২২ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   কুমিল্লা সীমান্তে পুকুরে দেয়াল নির্মাণ করছে বিএসএফ, সতর্ক অবস্থানে বিজিবি
  •   টিউলিপ সিদ্দিকের পদত্যাগের দাবির মধ্যে নতুন বিতর্ক
  •   স্বামী বিবেকানন্দের জন্মদিনে হাজীগঞ্জ রামকৃষ্ণ সেবাশ্রমের শীতকালীন ত্রাণসেবা
  •   খালেদা জিয়ার স্বাস্থ্য স্থিতিশীল, করা হবে বিশেষ কিছু পরীক্ষা
  •   সীমান্তে অস্থিরতা: পাগল বেশে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ কারা?

প্রকাশ : ২৬ এপ্রিল ২০২৪, ০০:০০

দাবদাহে অস্বস্তিতে চাঁদপুরের মানুষ

রেকর্ড তাপমাত্রা ৩৬.৮ ডিগ্রি

মিজানুর রহমান ॥
দাবদাহে অস্বস্তিতে চাঁদপুরের মানুষ

চাঁদপুরের উপর দিয়ে ঈদের আগ থেকেই মাঝারি থেকে তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। যা এখন পর্যন্ত বলবৎ রয়েছে। এতে অস্বস্তি আরও বেড়েছে। সকালে তাপমাত্রা মৃদু থাকলেও বেলা বাড়ার সাথে সাথে সূর্যের উত্তাপ বাড়তে থাকে। বাড়ে তাপমাত্রার পারদও।

তাপ প্রবাহের সতর্কবার্তা জারি করেছে আবহাওয়া অধিদপ্তর। তাতে বলা হয়, দেশের উপর দিয়ে চলমান তাপ প্রবাহ ২৫ এপ্রিল হতে পরবর্তী ৭২ ঘন্টা অব্যাহত থাকতে পারে। জলীয় বাষ্পের আধিক্যের কারণে অস্বস্তি বৃদ্ধি পেতে পারে।

বৃহস্পতিবার চাঁদপুরে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয় ৩৬ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। চাঁদপুর আবহাওয়া পর্যবেক্ষণ কর্মকর্তা শাহ্ মুহাম্মদ শোয়েব এ তথ্য জানান।

চাঁদপুর আবহাওয়া পর্যবেক্ষণাগার সূত্রে জানা গেছে, চলমান তাপপ্রবাহের কারণে ভূপৃষ্ঠ চরম উত্তপ্ত, যা শীতল করতে বা তাপমাত্রা কমানোর জন্যে টানা বৃষ্টির প্রয়োজন। সেই সাথে প্রয়োজন মেঘের, সূর্যের তাপ যাতে মাটিতে পড়তে না পারে, তাহলে তাপপ্রবাহ কমে যাওয়াসহ পরিস্থিতির উন্নতি হবে। তবে আপাতত তার কোনো লক্ষণ নেই।

চাঁদপুর সদর হাসপাতাল সূত্রে জানা গেছে, ওয়ার্ডে প্রতিদিন গড়ে রোগী আসছে ৪০ থেকে ৫০ জন। তাদের সবার বয়স ৩ মাস বয়স থেকে ১ বছর পর্যন্ত। বেশিরভাগই নিউমোনিয়ায় আক্রান্ত। গত এক সপ্তাহে নিউমোনিয়ায় আক্রান্ত রোগী চিকিৎসা নিয়েছে তিন শতাধিক।

হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক জানান, ক’দিন ধরে সদর হাসপাতালে নিউমোনিয়া ও ডায়রিয়া রোগীর সংখ্যা বেড়েছে। ফলে হাসপাতালে অনেক রোগীর চাপ। তীব্র গরমের কারণে এমন অবস্থা। ডাক্তার ও নার্সরা নিয়মিতভাবে রোগীর সেবা করছেন।

তীব্র রোদের তাপের কারণে শ্রমিক, দিনমজুর, ভ্যান ও রিকশা চালকরা কাজ করতে না পেরে অনেকে অলস সময় পার করছেন। একটু প্রশাস্তির খোঁজে গাছের ছায়া ও ঠাণ্ডা পরিবেশে স্বস্তি খুঁজছে স্বল্প আয়ের মানুষরা। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে রাস্তাঘাটে লোকজনের চলাচল সীমিত হয়ে পড়ছে। আবার অনেকে জরুরি প্রয়োজন ও জীবন-জীবিকার তাগিদে প্রচণ্ড দাবদাহ উপেক্ষা করে কাজে বের হচ্ছেন।

এদিকে গত ক’দিনে লাগাতার তীব্র গরমে অতিষ্ঠ জনজীবন। প্রচণ্ড তাপমাত্রার কারণে গলে যাচ্ছে জেলার বিভিন্ন সড়কের বিটুমিন। তবে পুরো সড়কের বিটুমিন গলছে না। কিছু কিছু স্থানে গলছে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়