বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি, ২০২৫  |   ২০ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   কুমিল্লা সীমান্তে পুকুরে দেয়াল নির্মাণ করছে বিএসএফ, সতর্ক অবস্থানে বিজিবি
  •   টিউলিপ সিদ্দিকের পদত্যাগের দাবির মধ্যে নতুন বিতর্ক
  •   স্বামী বিবেকানন্দের জন্মদিনে হাজীগঞ্জ রামকৃষ্ণ সেবাশ্রমের শীতকালীন ত্রাণসেবা
  •   খালেদা জিয়ার স্বাস্থ্য স্থিতিশীল, করা হবে বিশেষ কিছু পরীক্ষা
  •   সীমান্তে অস্থিরতা: পাগল বেশে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ কারা?

প্রকাশ : ২৬ এপ্রিল ২০২৪, ০০:০০

পুরাণবাজার ঘোষপাড়ার সমস্যা পরিদর্শনে পৌর মেয়র

বিদ্যুৎ ড্রেন রাস্তা টয়লেট সমস্যা সমাধানের আশ্বাস

স্টাফ রিপোর্টার ॥
পুরাণবাজার ঘোষপাড়ার সমস্যা পরিদর্শনে পৌর মেয়র

চাঁদপুর পৌরসভার ২নং ওয়ার্ড পুরাণবাজার ঘোষপাড়া এলাকায় শত শত পরিবারের বসবাস। দীর্ঘদিন যাবৎ এখানকার অনেক পরিবার বিদ্যুৎ খুঁটির অভাব, লো ভোল্টেজ, রাস্তা, ড্রেন ও টয়লেট সমস্যার মধ্যে রয়েছে। এসব সমস্যা সরজমিনে স্বচক্ষে দেখে সমাধানের উদ্যোগ নিতে পুরাণবাজার ঘোষপাড়া আবাসিক এলাকা পরিদর্শন করেছেন চাঁদপুর পৌরসভার মেয়র মোঃ জিল্লুর রহমান জুয়েল।

২৫ এপ্রিল বৃহস্পতিবার দুপুরে স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর আব্দুল মালেক শেখকে সাথে নিয়ে ওই এলাকায় যান তিনি। এ সময় ঘোষপাড়া এলাকার বিশিষ্টজনসহ গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে তাদের সাথে কথা বলে যেসব সমস্যা রয়েছে তা সরজমিনে দেখেন মেয়র জুয়েল। তিনি দ্রুত একটি টয়লেট নির্মাণ, পিডিবির সাথে কথা বলে মহল্লার ভেতরের রাস্তায় বিদ্যুৎ খুঁটি, স্লাবসহ রাস্তা ও ড্রেন পুনঃনির্মাণ, রাস্তার প্রতিবন্ধকতা এবং ঘোষপাড়া মন্দিরের সমস্যা সমাধানের আশ্বাস দেন।

এ সময় উপস্থিত ছিলেন চাঁদপুর পৌরসভার টিএলসিসির সদস্য ও চাঁদপুর চেম্বার অব কমার্সের সহ-সভাপতি তমাল কুমার ঘোষ, ঘোষপাড়ার বাসিন্দা বিপ্লব ঘোষ, প্রদীপ ঘোষ, দুখুরাম ঘোষ, স্বর্ণকার শ্যামল ঘোষ, খোকন দাস, কানাই দাস কানু, নন্দু, শুভঙ্কর ঘোষ প্রমুখ। এছাড়া ২নং ওয়ার্ড আওয়ামী লীগ ও যুবলীগ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

পৌর মেয়রের আগমনে ঘোষপাড়া ইসকন মন্দিরের পুরোহিত সে সময় সৌজন্য সাক্ষাৎ করেন। তীব্র দাবদাহের মধ্যে উপস্থিত সবার জন্যে পানির ব্যবস্থা করেন মন্দির পুরোহিত।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়