বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি, ২০২৫  |  
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   কুমিল্লা সীমান্তে পুকুরে দেয়াল নির্মাণ করছে বিএসএফ, সতর্ক অবস্থানে বিজিবি
  •   টিউলিপ সিদ্দিকের পদত্যাগের দাবির মধ্যে নতুন বিতর্ক
  •   স্বামী বিবেকানন্দের জন্মদিনে হাজীগঞ্জ রামকৃষ্ণ সেবাশ্রমের শীতকালীন ত্রাণসেবা
  •   খালেদা জিয়ার স্বাস্থ্য স্থিতিশীল, করা হবে বিশেষ কিছু পরীক্ষা
  •   সীমান্তে অস্থিরতা: পাগল বেশে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ কারা?

প্রকাশ : ২৬ এপ্রিল ২০২৪, ০০:০০

ইসলামপ্রিয় তাওহিদী জনতা ও সম্মিলিত ওলামা মাশায়েখ পরিষদের উদ্যোগ

চাঁদপুরে বৃষ্টির জন্যে নামাজ, খুতবা ও মোনাজাত

‘মাবুদ জন্মভূমিকে রহমতের বৃষ্টি দিয়ে সিক্ত করে দাও’

মিজানুর রহমান ॥
চাঁদপুরে বৃষ্টির জন্যে নামাজ, খুতবা ও মোনাজাত

তীব্র দাবদাহের তাপমাত্রায় জনজীবন বিপর্যস্ত। বৃষ্টির জন্যে হাকাকার করছে চাঁদপুরসহ সারাদেশের মানুষ। দেশের বিভিন্ন স্থানে চলমান তীব্র দাবদাহ থেকে বাঁচতে বৃষ্টির জন্যে খোলা মাঠে নামাজ আদায় করা হচ্ছে। চাঁদপুরেও জেলা শহরে ইসলামপ্রিয় তাওহিদী জনতা ও সম্মিলিত ওলামা মাশায়েখ পরিষদের উদ্যোগে বৃষ্টির জন্যে আদায় করা হয়েছে সালাতুল ইসতিসকার।

২৫ এপ্রিল বৃহস্পতিবার সকাল সোয়া ৯টায় চিশতিয়া জামে মসজিদ সম্মুখস্থ চাঁদপুর হাসান আলী সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে বৃষ্টির জন্যে বিশেষ এ নামাজ আদায় করা হয়। নামাজে ইমামতি এবং খুতবা ও মোনাজাত পরিচালনা করেন শাহতলী জিলানী চিশতী কলেজের সহকারী অধ্যাপক মাওলানা ছোহাইল আহমেদ চিশতী। নামাজে ওলামা মাশায়েখগণ ছাড়াও বিভিন্ন মসজিদের ইমাম, মোয়াজ্জিন, ইসলামপ্রিয় সর্বস্তরের মুসল্লি তাওহিদী জনতা অংশগ্রহণ করেন।

ইসতিসকার নামাজপূর্ব আলোচনায় আল্লাহর রহমত কামনা করে বক্তব্য রাখেন খাজা তানভীর আহমেদ (পীরজাদা ইসলামপুর গাছতলা), মুন্সিবাড়ি জামে মসজিদের খতিব মাওলানা মিজানুর রহমান, সম্মিলিত ওলামা মাশায়েখ পরিষদের উপদেষ্টা অ্যাডভোকেট মোঃ শাহজাহান খান, বিল্লাল হোসেন মিয়াজী প্রমুখ।

ইমাম মোনাজাতে বলেন, ‘সকল প্রশংসা পৃথিবীর প্রতিপালক আল্লাহর জন্য। তিনি পরম করুণাময়, দয়ালু ও শেষ বিচারের মালিক। আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই, তিনি যা ইচ্ছা তা-ই করেন। হে আল্লাহ তুমিই একমাত্র মাবুদ, তুমি ছাড়া কোনো উপাস্য নেই। রাব্বুল আলামিন আপনার দরবারে ফরিয়াদ : আমরা গুনাহগার, মেহেরবানি করে আমাদেরকে মাফ করে দিন। হায় আল্লাহ হায় আল্লাহ, কঠিন পাপের কারণে সবারই কষ্ট হচ্ছে। আমাদের জন্মভূমিকে রহমতের বৃষ্টি দিয়ে সিক্ত করে দাও মাবুদ। রহমতের বৃষ্টি বর্ষণ কর, মাবুদ। রহমতের বৃষ্টিতে ঠাণ্ডা করে দাও, মাবুদ।

দোয়ায় চাঁদপুরসহ দেশবাসীর কল্যাণ কামনা করে মোনাজাত করা হয় এবং সব ধরনের পাপ থেকে আল্লাহর কাছে ক্ষমা চাওয়া হয়। এ সময় ধর্মপ্রাণ মুসল্লিরা কান্নায় ভেঙ্গে পড়েন।

নামাজ শেষে ওলামা মাশায়েখ বলেন, কোরআন-হাসিদের আলোকে যতটুকু জানা গেছে তা হলো, মানুষের সৃষ্ট পাপের কারণেই মহান আল্লাহ এমন অনাবৃষ্টি ও খরা দেন। বৃষ্টিপাত না হলে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ (সাঃ) সাহাবিদের নিয়ে খোলা ময়দানে ইসতিসকার নামাজ আদায় করতেন। সে জন্যে তারা মহান সৃষ্টিকর্তার কাছে পাপের জন্যে তওবা করে এবং ক্ষমা চেয়ে দুই রাকাত নামাজ আদায় করে বৃষ্টির জন্যে প্রার্থনা করেছেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়