প্রকাশ : ২৬ এপ্রিল ২০২৪, ০০:০০
নৌ পুলিশ প্রধানের চাঁদপুর আগমনে পুলিশ সুপারের উষ্ণ অভ্যর্থনা
বাংলাদেশ পুলিশের অতিরিক্ত আইজিপি ও নৌ পুলিশ প্রধান মোহাঃ আবদুল আলীম মাহমুদ বিপিএম চাঁদপুর জেলায় আগমনে তাঁকে ফুল দিয়ে উষ্ণ অভ্যর্থনা জানিয়েছেন পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম বিপিএম, পিপিএমণ্ডবার। বুধবার(২৪ এপ্রিল) এই অতিরিক্ত আইজিপি চাঁদপুর জেলায় আগমন করলে তাঁকে জেলা পুলিশের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। পরে চাঁদপুর সার্কিট হাউজে জেলা পুলিশের সুসজ্জিত একটি চৌকস দল অতিরিক্ত আইজিপি, নৌ পুলিশ, বাংলাদেশ পুলিশ, ঢাকাকে গার্ড অব অনার প্রদান করেন। এ সময় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত) সুদীপ্ত রায়সহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।