প্রকাশ : ২৪ এপ্রিল ২০২৪, ০০:০০
ফরিদগঞ্জে ক্ষুদ্র-প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ
ফরিদগঞ্জে ২০২৩-২৪ অর্থ বছরে খরিপ-১/২০২৪-২৫ মৌসুমের প্রণোদনা কর্মসূচির আওতায় উফশী আউশ ধানের বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র-প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ কর্মসূচি উদ্বোধন করা হয়েছে। উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ২৩ এপ্রিল মঙ্গলবার সকাল ১১টায় উপজেলা পরিষদ চত্বরে ১ হাজার জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে কৃষি প্রণোদনা হিসেবে বীজ ও সার বিতরণ কর্মসূচি পালন করা হয়।
এ সময় প্রতিজন কৃষককে ১০ কেজি এমওপি সার, ১০ কেজি করে ডিএপি সার ও ৫ কেজি বিভিন্ন জাতের ধানের বীজ বিতরণ করা হয়। ধানের বীজের মধ্যে ছিল ব্রি-৪৮, ৮২, ৮৫, ৯৮, বিনা ১৯ ও ২১ জাতের ধানের বীজ।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মৌলি মণ্ডলের সভাপতিত্বে ও কৃষি কর্মকর্তা কল্লোল কিশোর সরকারের পরিচালনায় সার-বীজ বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জিএস তছলিম আহমেদ, উপজেলা প্রকৌশলী আবরার আহমেদ, কৃষি সম্প্রচারণ কর্মকর্তা মোঃ ফাহিম হাসান, উপ-সহকারী কৃষি কর্মকর্তা নূরে আলম, ইলিয়াস হোসেন প্রমুখ।