বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি, ২০২৫  |   ২২ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   কুমিল্লা সীমান্তে পুকুরে দেয়াল নির্মাণ করছে বিএসএফ, সতর্ক অবস্থানে বিজিবি
  •   টিউলিপ সিদ্দিকের পদত্যাগের দাবির মধ্যে নতুন বিতর্ক
  •   স্বামী বিবেকানন্দের জন্মদিনে হাজীগঞ্জ রামকৃষ্ণ সেবাশ্রমের শীতকালীন ত্রাণসেবা
  •   খালেদা জিয়ার স্বাস্থ্য স্থিতিশীল, করা হবে বিশেষ কিছু পরীক্ষা
  •   সীমান্তে অস্থিরতা: পাগল বেশে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ কারা?

প্রকাশ : ২৪ এপ্রিল ২০২৪, ০০:০০

তীব্র গরমে জনজীবনে নাভিঃশ্বাস ॥ হাসপাতালে বাড়ছে রোগীদের ভিড়

মিজানুর রহমান ॥
তীব্র গরমে জনজীবনে নাভিঃশ্বাস ॥ হাসপাতালে বাড়ছে রোগীদের ভিড়

চাঁদপুরসহ সারাদেশে বইছে তীব্র তাপপ্রবাহ। প্রচণ্ড দাবদাহ অব্যাহত থাকায় চাঁদপুরে বেড়েছে গরমের তীব্রতা। আর তাতে অতিষ্ঠ হয়ে উঠেছে মানুষ। এতে মানুষের জীবনযাত্রা থমকে যাওয়ার পাশাপাশি হাসপাতালে বেড়েছে তাপমাত্রাজনিত বিভিন্ন রোগী। ডায়রিয়া, জ্বর, সর্দি-কাশি, নিউমোনিয়াসহ বিভিন্ন রোগে আক্রান্তদের ভিড় হাসপাতালে বাড়ছে। অনেকে হিট স্ট্রোকেও আক্রান্ত হচ্ছেন। আড়াইশ’ শয্যার চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে সাধারণ সময়ের চেয়ে তিনগুণ রোগী বেড়েছে। গরমের রোগী নিয়ে হাসপাতালের হিমশিম অবস্থা। ৩০ বেডের বিপরীতে শিশু রোগী ভর্তি আছে ১৩৮ জন। সবমিলিয়ে প্রায় সাড়ে ৪০০ রোগীকে বেডে এবং মেঝেতে চিকিৎসা দেয়া হচ্ছে। মঙ্গলবার এই তথ্য জানান জেলা হাসপাতালের সহকারী পরিচালক ডাঃ আশরাফ আহমেদ চৌধুরী।

তিনি বলেন, এসব রোগে সবচেয়ে বেশি আক্রান্ত শিশুরা। এ অবস্থায় শিশুদের সুরক্ষায় রোদ পরিহারের পাশাপাশি যত্রতত্র পানি, রাস্তার পাশের খোলা জুস-শরবত পান করা থেকে বিরত থাকা এবং আইসক্রিম না খাওয়ার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা।

তীব্র তাপপ্রবাহের কারণে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানেও ছুটি ঘোষণা করা হয়েছে। চলমান তাপ প্রবাহের কারণে হিট এলার্ট বা সতর্কবার্তার মেয়াদও আরো তিন দিন বাড়িয়েছে আবহাওয়া অধিদপ্তর। চলতি মাসে তাপপ্রবাহ কমার সম্ভাবনা নেই বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

এদিকে, ২৩ এপ্রিল মঙ্গলবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা ৪০ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে চট্টগ্রাম ও যশোরে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়