প্রকাশ : ২৩ এপ্রিল ২০২৪, ০০:০০
মতলব উত্তর ও দক্ষিণে মনোনয়নপত্র প্রত্যাহারের হিড়িক
চেয়ারম্যান পদে জামায়াত নেতার প্রার্থিতা প্রত্যাহার ॥ দুই ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বী প্রার্থী নেই
মতলব উত্তর ও মতলব দক্ষিণ উপজেলা পরিষদ নির্বাচন আগামী ৮ মে অনুষ্ঠিত হবে। গতকাল ২২ এপ্রিল সোমবার ছিল মনোনয়নপত্র প্রত্যাহারের শেষদিন। এ দিন এই দুই উপজেলায় ৫ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করেন। যার ফলে তিনটি পদে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিত করবেন ১২ প্রার্থী।
মতলব দক্ষিণে উপজেলা জামায়াত নেতা চেয়ারম্যান পদ থেকে প্রার্থিতা প্রত্যাহার করে নিয়েছেন এবং পুরুষ ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে দুই প্রার্থীর কোনো প্রতিদ্বন্দ্বী প্রার্থী নেই। এই দুই পদে তিনজন প্রতিদ্বন্দ্বী প্রার্থী তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করে নেন।
২২ এপ্রিল সোমবার বিকেলে এসব তথ্য নিশ্চিত করেন চাঁদপুর জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং অফিসার মোহাম্মদ তোফায়েল হোসেন।
নির্বাচন অফিসের দেয়া তথ্যে জানানো হয়, মতলব দক্ষিণ উপজেলায় ৪ জন চেয়ারম্যান পদে মনোনয়ন বৈধ হলেও উপজেলা জামায়াতের আমির আবদুর রশিদ পাটওয়ারী তার প্রার্থিতা প্রত্যাহার করেন। যার ফলে এই উপজেলায় চেয়ারম্যান পদে প্রার্থী রয়েছেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বর্তমান চেয়ারম্যান বিএইচএম কবির আহমেদ, সাবেক চেয়ারম্যান অধ্যাপক সিরাজুল মোস্তফা তালুকদার ও খাদেরগাঁও ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি সৈয়দ মনজুর হোসেন রিপন।
একই উপজেলার ভাইস চেয়ারম্যান পদে মোঃ শাহ আলম খান ও মোঃ আসলাম মিয়াজী মনোনয়ন প্রত্যাহার করায় কোনো প্রতিদ্বন্দ্বী নেই ভাইস চেয়ারম্যান প্রার্থী মোঃ শওকত আলী বাদলের। মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী ফাতেমা আক্তার প্রত্যাহার করায় প্রতিদ্বন্দ্বী হিসেবে আছেন নাজমা আক্তার আসমা ও সাহিনুর বেগম।
মতলব উত্তর উপজেলায় চেয়ারম্যান পদে ৩জন মনোনয়নপত্র দাখিল করেন। কোনো প্রার্থী প্রত্যাহার না করায় প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন বর্তমান চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা এমএ কুদ্দুস, উপজেলা আওয়ামী লীগের অর্থ বিষয়ক সম্পাদক মোহাম্মদ মানিক ও জহিরাবাদ ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি গাজী মুক্তার হোসেন।
এছাড়া মতলব উত্তর উপজেলায় ভাইস চেয়ারম্যান পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন ৩জন। প্রত্যাহার করেছেন সামিয়া আহমদ মৃধা। এই পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন রিয়াজুল হাসান ও মোহাম্মদ আসাদুজ্জামান।
মহিলা ভাইস চেয়ারম্যান পদে একজন মনোনয়নপত্র দাখিল করেন। তিনি হলেন লাভলী চৌধুরী। তার কোনো প্রতিদ্বন্দ্বী প্রার্থী রইল না। লাভলী চৌধুরী হলেন চাঁদপুর-২ আসনের সাংসদ ও আওয়ামী লীগ প্রেসিডিয়াম সদস্য
মোফাজ্জল হোসেন চৌধুরী মায়ার ভাতিজার স্ত্রী।