বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি, ২০২৫  |   ২৪ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   কুমিল্লা সীমান্তে পুকুরে দেয়াল নির্মাণ করছে বিএসএফ, সতর্ক অবস্থানে বিজিবি
  •   টিউলিপ সিদ্দিকের পদত্যাগের দাবির মধ্যে নতুন বিতর্ক
  •   স্বামী বিবেকানন্দের জন্মদিনে হাজীগঞ্জ রামকৃষ্ণ সেবাশ্রমের শীতকালীন ত্রাণসেবা
  •   খালেদা জিয়ার স্বাস্থ্য স্থিতিশীল, করা হবে বিশেষ কিছু পরীক্ষা
  •   সীমান্তে অস্থিরতা: পাগল বেশে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ কারা?

প্রকাশ : ২৩ এপ্রিল ২০২৪, ০০:০০

তাপপ্রবাহের সতর্কবার্তা বাড়লো আরও ৩ দিন

অনলাইন ডেস্ক
তাপপ্রবাহের সতর্কবার্তা বাড়লো আরও ৩ দিন

সারাদেশে চলমান তাপপ্রবাহের কারণে হিট অ্যালার্ট বা সতর্ক বার্তার মেয়াদ আরও তিন দিন বাড়িয়েছে আবহাওয়া অধিদপ্তর। সোমবার থেকে আগামী বুধবার (২৪ এপ্রিল) পর্যন্ত নতুন করে হিট অ্যালার্ট জারি করেছে আবহাওয়া অধিদপ্তর। সোমবার সংস্থাটির আবহাওয়াবিদ বজলুর রশীদ স্বাক্ষরিত তাপপ্রবাহের এক সতর্কবার্তায় এ তথ্য জানানো হয়েছে।

আবহাওয়া অধিদপ্তর বলছে, সোমবার তাপমাত্রা খানিকটা কমার সম্ভাবনা আছে। তবে আজ মঙ্গলবার থেকে আবার তাপমাত্রা বাড়তে পারে। তাই সতর্কবার্তার সময় বাড়িয়ে দেওয়া হয়েছে।

এর আগে, শুক্রবার (১৯ এপ্রিল) থেকে সারা দেশে তিন দিনের হিট অ্যালার্ট জারি করে আবহাওয়া অধিদপ্তর। সোমবার সকালে পূর্বে জারি করা অ্যালার্ট শেষ হওয়ার কথা ছিল। তবে চলমান তাপপ্রবাহের কারণে অধিদপ্তর আবার হিট অ্যালার্ট জারি করলো।

এই গরমে রোববার মেহেরপুর, সিলেট ও নরসিংদীতে অন্তত তিনজনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। শনিবারও তিন জেলায় অন্তত তিনজনের মৃত্যু হয়েছে। হিট স্ট্রোকই এদের মৃত্যুর কারণ বলে চিকিৎসকদের ধারণা।

এই গরমে সিলেট, ময়মনসিংহ ও চট্টগ্রামে হালকা বৃষ্টির সম্ভাবনার কথা বলছে আবহাওয়া অধিদপ্তর। তবে অন্য কোথাও বৃষ্টির তেমন সম্ভাবনা নেই বলেই জানিয়েছেন কর্মকর্তারা।

আবহাওয়াবিদ বজলুর রশীদ বলছেন, আকাশে মেঘ আছে, তাই সোমবার তাপমাত্রা সামান্য কমতে পারে। তবে আজ মঙ্গলবার থেকে আবার বাড়বে। আবহাওয়া অধিদপ্তরের কর্মকর্তারা বলছেন বাতাসে জলীয়বাষ্প বেশি হলে এই গরমে অস্বস্তি বাড়তে পারে।

এপ্রিলের প্রথম সপ্তাহ থেকে দেশের বিভিন্ন স্থানে তাপপ্রবাহ শুরু হয়। শনিবার কয়েক জেলায় সেটা অতি তীব্র তাপপ্রবাহের রূপ নেয়।

শনিবার এই মৌসুমে তাপমাত্রার পারদ চড়েছিলো সবচেয়ে বেশি; সেদিন যশোরে তাপমাত্রা ছিল ৪২ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। আর ঢাকায় সর্বোচ্চ ছিল ৪০ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস।

রোববার তাপমাত্রা আগেরদিন থেকে সামান্য কমেছিলো, কিন্তু তাপপ্রবাহের এলাকার বিস্তার বেড়েছে; এখন তা ৫১ জেলায়। রোববার চুয়াডাঙ্গায় দেশের সর্বোচ্চ তাপমাত্রা উঠেছিল ৪২ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াসে। ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৮ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।

সোমবার সকালে আবহাওয়ার বুলেটিনে বলা হয়েছে, দিনের তাপমাত্রা সামান্য কমার সম্ভাবনা থাকলেও রাতের তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়