প্রকাশ : ২২ এপ্রিল ২০২৪, ০০:০০
চাঁদপুরের বাজারে বেড়েছে আলুর দাম
চাঁদপুরের বাজারে বেড়েছে আলুর দাম। গত সপ্তাহে খুচরায় ২৫ থেকে ৩০ টাকা কেজি দরে বিক্রি হলেও বর্তমানে চাঁদপুরের বাজারে আলু খুচরায় ৫০ থেকে ৫৫ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।
চাঁদপুরের সবচেয়ে বড় আড়ত পালবাজারে আলু খুচরায় বিক্রি হয়েছে ৫০ থেকে ৫৫ টাকা কেজি দরে। বিক্রেতারা বলছেন- আমদানি কম হওয়ায় দাম বাড়ছে। আর সংশ্লিষ্টরা বলছেন, আলুর দাম নিয়ন্ত্রণে প্রতিনিয়ত কাজ করছেন তারা।
খুচরা ব্যবসায়ীরা বলছেন, বস্তার ওজন, মাটি, ফাটা আলু ইত্যাদি কারণে ১০ শতাংশ আলু নষ্ট হয়। সেজন্যে আলু পাইকারিতে বেশি মূল্যে ক্রয় করে বেশি মূল্যে খুচরায় বিক্রি করতে হয়।
হিমাগারের ম্যানেজাররা জানান, অতি বৃষ্টির কারণে পর পর ২ দফায় আলুর বীজ নষ্ট হয়ে আলুর সংকট দেখা দেওয়ায় দাম বেড়েছে।
ভোক্তারা জানান, আলুর দাম হঠাৎ বেড়ে গেছে। খরচ কমানোর জন্যে আলুই বেশি খেতাম। সেটারও যদি এত দাম হয়, খাব কী এখন?
আলুর দাম নিয়ন্ত্রণে জেলা প্রশাসন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করছে। এছাড়াও বাজার নিয়ন্ত্রণে জেলা পুলিশ কাজ করছে বলে জানান একজন পুলিশ কর্মকর্তা। সূত্র : চ্যানেল আই অনলাইন।